Inhuman Act On Two Dalit Young Men: যৌন হেনস্থার মিথ্যে অভিযোগে দুই দলিতকে বেধড়ক মারধরের পর বিষ্ঠা খাওয়ানো হল সেই মধ্যপ্রদেশেই!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কেলেঙ্কারির শেষ নেই মধ্যপ্রদেশে। দিন তিনেক আগে আদিবাসীর মুখে প্রস্রাব করার ঘটনায় রাজ্যজুড়ে হইচইয়ের রেশ কাটতে না কাটতে এবার সামনে এল বিদ্বেষের নিন্দাজনক ঘটনা (Inhuman Act On Two Dalit Young men)। গতকালই আদিবাসী ব্যক্তির মুখে বিজেপি নেতার প্রস্রাব করার প্রায়শ্চিত্ত হিসেবে বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই আদিবাসীর পা জল দিয়ে ধুইয়ে দেন। ঘটনাটি ঘটেছে জুনের তিরিশ তারিখে। ওইদিন জাতব সম্প্রদায় ও কেওয়ত সম্প্রদায়েক দুজনকে যৌন হেনস্থার অভিযোগে পাশবিক অত্যাচার করা হয়। শিবপুরীর নরওয়ার এলাকার ওয়ার্কহাদিতে ঘটনাটি ঘটে। ওই দুই সম্প্রদায়ের দুজনকে বেধড়ক মারধরের পর মুখে কালি মাখানো হয়। এরপর তাদের জোর করে মল খাওয়ানো হয়। তারপর তাদের শহরে ঘোরানো হয়। এই অমানবিক ঘটনাটি পুলিশকে জানান এক নিগৃহীতের ভাই। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত সংখ্যালঘু পরিবারের সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ইতিমধ্যে ছ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছে।
বাকি একজনকে খুঁজছে
পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। জানা গিয়েছে এই
ঘটনার পেছনে সম্পত্তি ঘটিত বিষয় রয়েছে এবং ওই দুজনকে মিথ্যে ওই ঘটনায় জড়ানো
হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এই ঘটনার তীব্র নিন্দা করে
বলেছেন তালিবানি কায়দায় ওই দুজনকে অত্যাচার করা হয়েছে। এই ঘটনা মানবতাকে লজ্জায়
ফেলা হয়েছে। এমন ঘটনা মেনে নেওয়া হবে না। বেশির ভাগ অভিযুক্তকে গ্রেফতার করা
হয়েছে। ধৃতদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। তাদের বাড়ির বেআইনি
অংশ ভেঙে ফেলা হবে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দল কংগ্রেসকে এক হাত নিয়েছেন
স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের বিরুদ্ধে ঘটনাটি আড়াল করার অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় কংগ্রেস নেতারা প্রশাসনকে ফোন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও অভিযোগ
এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন