Relation With Live In Partner: লিভ ইন পার্টনারের সঙ্গে বিবাহিতা মহিলার সম্পর্ক অবৈধ, মত এলাহাবাদ হাইকোর্টের

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দেশের সামাজিক বিন্যাসের প্রেক্ষিতে লিভ ইন পার্টনারের সঙ্গে বিবাহিতা মহিলার সম্পর্কের ব্যাপারে (Relation With Live In Partner) অনুমতি দেওয়া যাবে না (Allahabad High Court Ruling)। এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। আদালত জানিয়েছে তাঁদের পুলিশি নিরাপত্তার ব্যাপারে নির্দেশ দেওয়া মানে অবৈধ সম্পর্ককে ঘুরিয়ে সমর্থন করা। এক বিবাহিতা মহিলা আবেদনকারিণী আদালতে পুলিশের সুরক্ষার আর্জি জানিয়ে দ্বারস্থ হলে সিঙ্গল বেঞ্চের বিচারপতি আর্জি খারিজ করে এই পর্যবেক্ষণ জানান। সাঁইত্রিশ বছরের আবেদনকারিণী নিজের ইচ্ছেয় বাপের বাড়ি ছেড়ে লিভ ইন পার্টনারের সঙ্গে থাকতে শুরু করেন। আবেদনকারিণীর অভিযোগ তাঁর স্বামী অত্যন্ত উদাসীন এবং অত্যাচার করতেন। আবেদনকারিণীর স্বামী তাঁদের শান্তিপূর্ণ জীবনযাপন বিপন্ন করে তুলছেন, এমন অভিযোগ জানিয়ে আবেদনকারিণী মহিলা ও তাঁর লিভ ইন পার্টনার হাইকোর্টে আর্জি জানান। হাইকোর্টের কাছে পুলিশি সুরক্ষা ও মহিলার স্বামী যেন কোনওভাবে তাঁদের সম্পর্কে নাক গলাতে না পারেন, সে ব্যাপারে নির্দেশ চেয়েছিলেন দুজনে। 

তাঁদের এহেন আবেদনের বিরোধিতা করে রাজ্যের কৌঁশুলি আদালতে জানান এই ধরণের সম্পর্ক কোনওভাবেই আদালতের সমর্থন করা উচিত নয়। তিনি এলাহাবাদ হাইকোর্টের কো-অর্ডিনেট বেঞ্চের কাছে জানান হাইকোর্ট এর আগে একটি মামলায় এধরণের কাজে অনুমোদন দেয়নি। অনীতা বনাম উত্তরপ্রদেশ সরকারের মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ইতিমধ্যেই হিন্দু ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে করা আইন মেনে চলা কোনও নাগরিক সামাজিক বিন্যাসের প্রেক্ষিতে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আদালতের সুরক্ষা চাইতে পারেন না। অনীতা বনাম রাজ্য সরকারের মামলার প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এই মামলা খারিজ করে দেন।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!