MP CM Washed The Feet Of Tribal Man: আমরা এখন বন্ধু, ক্ষমা চেয়ে সেই আদিবাসীর পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
দি
বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চরম প্রায়শ্চিত্ত! দিন
কয়েক আগে এক আদিবাসীর মুখে বিজেপি নেতার প্রস্রাব করার ঘটনায় (BJP Leader Urinated
On Face Of Tribal) রীতিমতো তোলপাড় হয় বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।
রাজ্য জুড়ে ঝড় ওঠে নিন্দা, সমালোচনার। প্রতিবাদে গর্জে ওঠে বিরোধীদল-সহ সমাজের
সমস্ত স্তরের মানুষ। এধরণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার-সহ কঠোরতম শাস্তির দাবি
ওঠে। ঘটনার জেরে গ্রেফতার করা হয় প্রবেশ শুক্ল নামে ওই বিজেপি নেতাকে। জনরোষের
হাত থেকে রেহাই পেতে অভিযুক্তের বাড়ির বেআইনি অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়
প্রশাসন। সেই দুষ্কর্মের প্রায়শ্চিত্ত হিসেবে এদিন সেই দলিতের কাছে ক্ষমা চেয়ে
তাঁর পা ধুইয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya
Pradesh CM Washed The Feet Of Tribal Man)। তাঁকে তাঁর বন্ধু বলেও
ডাকেন ঘটনায় কোণঠাসা হয়ে পড়া মুখ্যমন্ত্রী।
এই পা ধুইয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল
মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় কারাউদির ছত্রিশ বছরের সেই আদিবাসী দুষ্মন্ত
রাওয়াকে সম্মান জানাতে তাঁর পা ধুইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যা অভাবিত বলেই মনে
করছেন সবাই। পা ধোওয়ানোর আগে দুষ্মন্তকে একাধিক প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। সে
কীভাবে রোজগার করে, তারা সরকারি প্রকল্পের সুবিধে পাচ্ছে কিনা, এ ধরণের প্রশ্ন
করেন তিনি। কৃষ্ণের বাল্যবন্ধু সুদামার উল্লেখ করে চৌহান বলেন, দুষ্মন্ত, এখন আপনি
আমার বন্ধু। টুইটারে পা ধোওয়ানোর ছবি শেয়ার করে তিনি লিখেছেন দুষ্মন্তজি, আপনার
যন্ত্রণা ভাগ করার একটি একটি উদ্যোগ। তিনি তাঁর কাছে ক্ষমা চাইছেন। জনগণ তাঁর
কাছে ঈশ্বর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন