Eye Infection In On The Rise: রাজধানীতে স্কুলে স্কুলে চোখের সংক্রমণ বাড়ছে, জারি সতর্কতাও

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাজধানী দিল্লির স্কুলে স্কুলে বাড়ছে চোখের সংক্রমণ (Eye Infection In On The Rise)। গড়পড়তা তিন থেকে চারদিন থাকছে এই সংক্রমণ। প্রতিদিনই পড়ুয়াদের চোখে সংক্রমণ দেখা দেওয়ায় তাদের স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের চোখ লাল হয়ে যাওয়া সংক্রামক কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীতে কনজাংটিভাইটিস ও অন্যান্য চোখের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা সতর্ক করছেন এই কনজাংটিভাইটিস অত্যন্ত সংক্রামক (Highly Contagious) বলে। সংক্রমণ ঠেকাতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তাঁরা। দিল্লির একটি ইংরিজে মাধ্যম স্কুলের প্রিন্সিপাল জানান যারা এই সংক্রমণের শিকার হচ্ছে, তারা ক্লাস ফোর থেকে সেভেন ক্লাসের পড়ুয়া। তবে তিন চারদিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠছে। প্রিন্সিপাল জানান সুস্থ হয়ে তিন চারদিনের মধ্যে তারা স্কুলে ফিরে আসছে। যদিও প্রতিদিন দশ থেকে বারোজন ছাত্রকে রোজই বাড়ি পাঠানো হচ্ছে। তবে টাইফয়েড বা অন্য কোনও অসুখের কোনও খবর নেই। যেসব ছাত্রের মধ্যে সংক্রমণ দেখা যাচ্ছে,তাদের সোজা বলে দেওয়া হচ্ছে স্কুলে না আসার জন্য। 


যতক্ষণ না তারা পুরোপুরি সুস্থ হচ্ছে, ততক্ষণ স্কুলে আসার অনুমতি দেওয়া হচ্ছে না। দিল্লি স্টেট স্কুল অব পাবলিক ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরসি জৈনি জানিয়েছেন প্রত্যেক স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষক এবং শিক্ষিকাদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটি ইংরেজি মাধ্যম স্কুল আইটিএল পাবলিক স্কুলের প্রিন্সিপাল সুধা আচার্য জানান প্রাথমিক বিভাগেই সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তারা দু তিন স্কুলে আসছে না। তবে টাইফয়েড, পেটের অসুখে কমপক্ষে এক সপ্তাহ পড়ুয়ারা মেডিকেল লিভ নিচ্ছে। মোটের ওপর রাজধানীর স্কুলগুলিতে একই ছবি দেখা যাচ্ছে। তবে সংক্রমণ নিয়ে জারি রয়েছে সতর্কতাও।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!