Heavy Rain In North India: ভারী বর্ষণে জলের তলায় উত্তর ভারতের বহু অঞ্চল, তিনদিনে মৃত ১৯
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে (Heavy Rain In North India) জলের তলায় উত্তর ভারতের একাধিক অঞ্চল। ভারী বর্ষণের জেরে গত তিন দিনে মৃত্যু হয়েছে কমপক্ষে উনিশজনের (19 People Dead)। একাধিক শহরের রাস্তা ও বাড়ি জলের তলায়। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিনগুলিতে হিমাচলপ্রদেশ,উত্তরাখণ্ড,পঞ্জাব,হরিয়ানায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাস্তায় কাগজের নৌকোর মতো ভাসতে দেখা গিয়েছে। লোকালয়েয় কাদামেশা জল ঢুকে পড়েছে। নদীর তীরে বহু কাঁচাবাড়ি ডুবে গিয়েছে। জলমগ্ন এলাকার ছবি অনেকেই অনলাইনে শেয়ার করেছেন। হিমাচল প্রদেশে ভূমিধস, হড়পা বানের জেরে অবিরাম বৃষ্টির কারণে বহু বাড়ি, বাড়ির কাঠামো নষ্ট হয়ে গিয়েছে। ব্যাহত স্বাভাবিক জনজীবন।
রবি,বিয়াস, শতদ্রু. সোয়ান, চেনাব
নদীতে জলস্ফীতির কারণে মানালি,কুলু, কিন্নরে হড়পা বানে বহু দোকান,গাড়ি ভেসে
গিয়েছে। পাশের রাজ্য উত্তরাখণ্ডেও ভূমি ধস, হড়পা বানের খবর পাওয়া গিয়েছে।
নদীগুলির জল বিপদসীমা অতিক্রম করে গিয়েছে বলে খবর। জম্মু-কাশ্মীরে কাঠুয়া ও সাম্বা
জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তবে তিনদিন বন্ধ থাকার পর অমরনাথ যাত্রা
পঞ্জতরণি ও শেষনাগ থেকে ফের শুরু হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন