Younger Brother Killed Elder: বড় দিনের উপহার নিয়ে ঝামেলা, বড় ভাইকে গুলি করে খুন চোদ্দ বছরের কিশোরের
দি বেঙ্গলি নিউজরুম: বড়দিনের উপহার কেনা নিয়ে দাদাকে গুলি চালিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল তার ভাই চোদ্দবছরের ভাইকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার পিনেল্লাস কাউন্টিতে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ এনেছে পুলিশ। পিনেল্লাসের শেরিফ অফিস সূত্রে জানা গিয়েছে ২৪ ডিসেম্বর তারা সেখানকার লারগো বাসভবনে গুলি চালানোর খবর পায়। খবর পেয়েই তারা সেখানে গিয়ে দেখতে পায় দুজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আব্রিয়েল বালডউইন এবং তার ১৪ বছরের ভাইয়ের শরীরে একটি করে গুলি করা হয়েছে। তাদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাল্ডউইনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার ১৪ বছরের ভাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। শেরিফ বব গুয়ালতিয়েরি জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১৪ ও ১৫ বছরের দুই ভাই তাদের মায়ের সঙ্গে বড়দিনের উপহার কেনাকাটা করতে গিয়েছিল। বড় ছেলেকে বেশি করে উপহার কিনে দেওয়ায় ছোট ভাই ভীষণ রেগে যায়।
তারপর মা ও দুই ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। এরপর দোকান থেকে বেরিয়ে
তারা তাদের ঠাকুমার বাড়িতে যায়। সেখানেও ঝগড়া চলে। মা তাদের ঠাকুমার বাড়িতে
রেখে কাজে চলে যান। কিছুক্ষণ পর ছোটভাই পিস্তল বের করে দাদার মাথায় গুলি করার কথা
জানায়। এবং দাদার সঙ্গে মারপিট করার চেষ্টা করে। দাদা তাতে সায় না দেওয়ায় ছোট ভাই
তার পিছু ছাড়ে না। ঠাকুমার বাড়িতে থাকা কাকা তাদের আলাদা করে দিয়ে ছোট ভাইকে
বাইরে বের করে দেন। বড় ভাই বাল্ডউইন তখন ছোটভাইকে বলে এখন ক্রিসমাসে নিজেদের
মধ্যে ঝামেলার কোনও দরকার নেই। ছোটভাই বোনকে গুলি করার কথা বলে। তারপরই
বাল্ডউইনের বুকে গুলি করে। তারপর সেখান থেকে পালিয়ে যায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন