Complaint Against Ranabir Kapur: বলিউড অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বেঙ্গলি নিউজরুম: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হল বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। বড়দিন উৎসব পালনের সময় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ভাইরাল ভিডিওর জন্য পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও এফআইআর দায়ের করা হয়নি। অভিযোগকারী সঞ্জয় তেওয়ারির দাবি ভাইরাল হওয়ায় ভিডিওয় দেখা গিয়েছে বলিউড অভিনেতা কেকে মদ ঢালছেন এবং তাতে আগুন ধরিয়ে জয় মাতা দি বলছেন। হিন্দু ধর্মে অন্য দেবতাদের প্রার্থনা করার আগে অগ্নিদেবতাকে প্রথমে আহ্বান করা হয়। কিন্তু বলিউড অভিনেতা ও তাঁর পরিবারের লোকজনেরা ইচ্ছাকৃতভাবে অন্যধর্মের উৎসব পালন করার সময় মদ ব্যবহার করেছেন এবং জয় মাতাদি স্লোগান দিয়েছেন। তাঁদের এমন কাজ অভিযোগকারীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!