Alleged Coversion: যোগীরাজ্যে রেভেনিউ অফিসারকে জোর করে ধর্মান্তরের অভিযোগ
বেঙ্গলি নিউজরুম : তাঁর স্বামীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। পুলিশে এমনই অভিযোগ জানালেন যোগীরাজ্যের রেভেনিউ দফতরের কর্মীর স্ত্রী। শুধু ইসলাম ধর্মে ধর্মান্তরিতই করা হয়। ধর্মান্তরের পর নাম বদল করে তাঁর স্বামী এক মুসলিম মহিলাকে বিয়েও করেছেন। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের মাউদাহাতে।
ঘটনার শুরু সেপ্টেম্বরের দু তারিখে। সেসময় মাউদাহার নায়েপ তহশিলদার হিসেবে কাজ শুরু করেন আশিস গুপ্ত। কিছুদিন ধরে এক অপরিচিত ব্যক্তিকে শহরের কাচারিয়া বাবা মসজিদে আনাগোনা করতে দেখা যায়। তাঁকে নামাজ পড়তেও দেখা যায়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় অপরিচিত ব্যক্তির নাম মহম্মদ ইউসুফ, তিনি নিজেকে কানপুরের বাসিন্দা বলে পরিচয় দেন। এলাকার মানুষ খোঁজ নিয়ে জানতে পারে ইউসুফ আর কেউ নন, তিনি নায়েব তহশিলদার আশিস গুপ্ত। বিষয়টি নিয়ে অশান্তি হতে পারে,এই আশঙ্কায় মসজিদের মৌলবী বিষয়টি পুলিশে জানান।
গোটা ঘটনাটি নতুন মোড় নেয় আশিস গুপ্তের স্ত্রী আরতি যাজ্ঞসেনী আসরে নামার পর। তিনি জোর করে ধর্মান্তর ও রুকসার নামে এক মুসলিম মহিলাকে বেআইনিভাবে বিয়ে করার অভিযোগ জানান। অভিযোগে বেশকিছু অপরিচিত ব্যক্তির কথাও জানানো হয়। এরপরই ঘনীভূত হয় রহস্য। থানায় আরতি জানান রুকসারের বাবা মুন্না ও মসজিদের মৌলবী এবং আরও অনেকে গত ২৪ ডিসেম্বর তাঁর স্বামীকে জোর করে ধর্মান্তরিত করে। তারপরই রুকসারের সঙ্গে তাঁর বিয়ে দেয়। তবে আশিস গুপ্তকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে না রুকসারকে বিয়ে করার জন্য তিনি নিজের ইচ্ছেয় ধর্মান্তরিত হয়েছেন,তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন