Singer Madonna Hospitalised: গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ম্যাডোনা, ভর্তি আইসিইউয়ে

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। শনিবার তাঁর সাড়া না মেলায় নিউ ইয়র্ক সিটি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে (Singer Madonna Hospitalised) । হাসপাতালে নিয়ে আসার পর চৌষট্টি বছরের গায়িকাকে এক রাত টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে। বুধবার পপ সম্রাজ্ঞীর ম্যানেজার গাই ওসেয়রি ইনস্টাগ্রামে তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানান ম্যাডোনা একটি গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ কারণে বেশ কিছুদিন তাঁকে হাসপাতালের আইসিউয়ে থাকতে হবে। তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ম্যানেজার আরও জানান ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর-সহ যে সমস্ত কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। 


জানান বিশ্বের বিভিন্ন দেশে সফর-সহ যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। শীগ্গিরও এ নিয়ে আরও খবর জানানো হবে। কবে নতুন করে প্রোগ্রাম শুরু করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। সিক্স পেজ জানিয়েছে এই মুহর্তে ম্যাডোনাকে আইসিইউ থেকে বার করে নিয়ে আসা হয়েছে। তাঁর মেয়ে পাশে রয়েছন। এ বছরের শুরুতে ম্যাডোনা তাঁর গানের কেরিয়ারের চল্লিশ বছর পূর্তি উপলক্ষ্যে সেলিব্রেশন ট্যুর করার কথা ঘোষণা করেছিলেন। এ মাসের পনরো তারিখে ভ্যাঙ্কুবারে ট্যুর শুরু করার কথা ছিল। ট্যুর শেষ হওয়ার কথা ডিসেম্বরের এক তারিখে, আমস্টারডমে। কিছুদিন আগে ট্যুরের প্রস্তুতি শুরু করার পর ইনস্টাগ্রামে ম্যাডোমা ক্যাপশন দিয়েছিলেন ঝড় আসার আগে চারদিক অসম্ভব শান্ত হয়ে আছে। পপসম্রাজ্ঞীর ঘনিষ্ঠ সূত্রের খবর, ওয়ার্ল্ড ট্যুরের প্রস্তুতি নিতে ম্যাডোমা দিনে বারো ঘণ্টা রিহারসাল দিচ্ছিলেন। রীতিমতো কঠিন ও কষ্টকর সেই মহড়া।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!