Armed Mutiny In Russia: সেনা বিদ্রোহের মুখে রাশিয়া, বিদ্রোহী সেনারা এগোচ্ছে মস্কোর দিকে
একইসঙ্গে
জানিয়েছেন অতিরিক্ত আত্মবিশ্বাস ও কায়েমি স্বার্থের কারণেই এই রাজদ্রোহের ঘটনা
ঘটেছে। এই সেনা বিদ্রোহকে পেছন থেকে ছুরি মারা বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি
তাঁর হুঙ্কার, এই ঘটনা রাশিয়ার পক্ষে একটা ধাক্কা। পিতৃভূমিকে রক্ষা করতে এই
হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হানার হুমকির সপ্তা
কয়েক পর ইউক্রেন জানিয়েছে রাশিয়ায় এমন অশান্তি কিভের সামনে একটি সুযোগ এনে
দিয়েছে। মস্কোর মেয়র ঘোষণা করেছেন তাঁরা যে খবর পেয়েছেন,তার ভিত্তিতে
সন্ত্রাসবিরোধী পদক্ষেপ শুরু করছেন। অন্যদিকে ওয়াগনার প্রধান, যিনি রাশিয়ার
প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে মাসকয়েক ধরে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি এদিন জানিয়েছিলেন
মস্কো তাঁর বাহিনীকে নিশানা করেছে ভয়ঙ্কর মিসাইল হানার মাধ্যমে। পাল্টা জবাব
দিতেও তাঁরা তৈরি বলে জানিয়েছেন তিনি। রীতিমতো হুঙ্কারের সুরে ওয়াগনার প্রধান জানিয়েছেন
রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটাতে তাঁর সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন।
তাঁর বাহিনী তাঁদের পথেই সমস্ত কিছুই ধ্বংস করবেন। পঁচিশ হাজার সেনার সাহায্যে
ওয়াগনার বাহিনী রস্তভের সেনা সদর বাহিনীর দখল নিয়েছে। এবার তারা এগিয়ে চলেছে
মস্কোর দিকে। তিনি রাশিয়ার নাগরিকদের তাঁর বাহিনীর সঙ্গে শামিল হওয়ার আবেদন
জানিয়েছেন।
।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন