Armed Mutiny In Russia: সেনা বিদ্রোহের মুখে রাশিয়া, বিদ্রোহী সেনারা এগোচ্ছে মস্কোর দিকে

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বুমেরাং? যে সেনাবাহিনী নিয়ে ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিলেন রাশিয়ার প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিন, সেই সেনাবাহিনীই এখন তাঁর বিরুদ্ধে বাজিয়েছে বিদ্রোহের ডঙ্কা (Armed Mutiny In Russia) । সেনাবাহিনীর বিদ্রোহীর প্রধান ইয়েভগেনি প্রিগোদহিন এদিন দাবি করেছেন রাশিয়ার শহর রস্তভ অন ডনের দখল তিনি ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। বিদ্রোহী সেনা কর্তার আরও দাবি রস্তভ দখল দেশের সামরিক নেতৃত্বকে উৎখাত করার একটি চেষ্টা। মস্কো এই ঘটনাকে সিপাহী বিদ্রোহ বলে বর্ণনা করেছে। রস্তভ অন ডনে সেনাবাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার পরই মস্কো-সহ দেশের একাধিক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর এহেন ঘটনাকে পুতিন অভ্যন্তরীণ রাজদ্রোহ বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে কবুল করেছেন রস্তভের পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। 


একইসঙ্গে জানিয়েছেন অতিরিক্ত আত্মবিশ্বাস ও কায়েমি স্বার্থের কারণেই এই রাজদ্রোহের ঘটনা ঘটেছে। এই সেনা বিদ্রোহকে পেছন থেকে ছুরি মারা বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তাঁর হুঙ্কার, এই ঘটনা রাশিয়ার পক্ষে একটা ধাক্কা। পিতৃভূমিকে রক্ষা করতে এই হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হানার হুমকির সপ্তা কয়েক পর ইউক্রেন জানিয়েছে রাশিয়ায় এমন অশান্তি কিভের সামনে একটি সুযোগ এনে দিয়েছে। মস্কোর মেয়র ঘোষণা করেছেন তাঁরা যে খবর পেয়েছেন,তার ভিত্তিতে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ শুরু করছেন। অন্যদিকে ওয়াগনার প্রধান, যিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে মাসকয়েক ধরে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি এদিন জানিয়েছিলেন মস্কো তাঁর বাহিনীকে নিশানা করেছে ভয়ঙ্কর মিসাইল হানার মাধ্যমে। পাল্টা জবাব দিতেও তাঁরা তৈরি বলে জানিয়েছেন তিনি। রীতিমতো হুঙ্কারের সুরে ওয়াগনার প্রধান জানিয়েছেন রাশিয়ার সামরিক নেতৃত্বের পতন ঘটাতে তাঁর সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন। তাঁর বাহিনী তাঁদের পথেই সমস্ত কিছুই ধ্বংস করবেন। পঁচিশ হাজার সেনার সাহায্যে ওয়াগনার বাহিনী রস্তভের সেনা সদর বাহিনীর দখল নিয়েছে। এবার তারা এগিয়ে চলেছে মস্কোর দিকে। তিনি রাশিয়ার নাগরিকদের তাঁর বাহিনীর সঙ্গে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন।    

 ।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!