Massive Heat Wave: মেক্সিকোয় প্রবল তাপমাত্রার দাপাদাপি, মৃত্যু একশোজনেরও বেশি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁয়েছে। অবর্ণনীয় তাপপ্রবাহে পুড়ছে মেক্সিকো (Massive Heat Wave)। আর প্রবল গরমে গত দু সপ্তাহে একশো জনেরও বেশি মৃত্যু হয়েছে সেদেশে (More Than Hundred Dead In Heat Wave)। তিন সপ্তাহ ধরে চলা ভয়ঙ্কর তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা অত্যধিক বেড়ে যাওয়ায় প্রবল চাপে সেদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কিছু অঞ্চলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গরমের ছোবলে প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশে।
এ মাসের আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে মোট মৃতের মধ্যে এক তৃতীয়াংশ মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চরম তাপমাত্রা নিয়ে মেক্সিকোর মন্ত্রক এ খবর জানিয়েছে। গত বছর এই সময়ে এ বছরে মৃত্যুর এক তৃতীয়াংশ ঘটেছিল। সাম্প্রতিক মৃত্যুর কারণ হিসেবে জলশূন্যতা বলে জানানো হয়েছে। টেক্সাসের সীমান্তবর্তী উত্তর এলাকার নুয়েভো লিওনে ৬৪ শতাংশ মৃত্যু ঘটেছে। বাকিদের মৃত্যু হয়েছে তামাউলিপাস ও ভেরাক্রুজে। সাম্প্রতিক সময়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। কিছু অঞ্চলে বহু প্রতীক্ষিত বৃষ্টি আসার ইঙ্গিত মিলেছে সেদেশে। তবে উত্তরের কিছু অঞ্চলে ভয়ঙ্কর তাপমাত্রা দাপিয়ে বেড়াচ্ছে। বুধবার সোনোরা স্টেটে আকোঞ্চিতে তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন