12 Terrorists Released By Army: অগ্নিগর্ভ মণিপুরে শাহের বৈঠকের একদিন আগে বারোজন জঙ্গিকে ছেড়ে দিল সেনাবাহিনী
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: হিংসায় অগ্নিগর্ভ মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সর্বদল বৈঠকের চব্বিশ ঘণ্টা আগে এক ডজন জঙ্গিকে (12 Terrorists Released By Army) ছেড়ে দিল সেনাবাহিনী। ইথম গ্রামে এক মহিলার নেতৃত্বে বারো হাজারের বেশি গ্রামবাসীদের নিয়ে সেনাবাহিনীকে ঘিরে ফেলার পর তাদের মুক্তি দেওয়া হয়। সেনাবাহিনী জানিয়েছে নাগরিকদের জীবন যাতে ঝুঁকির মুখে না পড়ে,সেজন্য তাদের মুক্তি দেওয়া হল। সেনাবাহিনী জানিয়েছে এক মহিলার নেতৃত্বে বিশাল সংখ্যক জনতার বিরুদ্ধে অভিযান স্পর্শকাতর হতে পারে এবং সেনা অভিযান চালানো হলে মৃত্যুর ঘটনা ঘটার কথা মাথায় রেখে বারোজন ক্যাডারকে স্থানীয় নেতার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ। অভিযানের কমান্ডার ইন চিফ পরিণত মনের পরিচয় দিয়ে সেনাবাহিনীর মানবিক মুখ তুলে ধরায় তাঁর প্রশংসা করা হয়েছে। শনিবার সকীলে সেনা বারোজন মেইতেই জঙ্গি গোষ্ঠী কাংলেই ইওল কান্না লুপের বারোজন জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তাদের বিরুদ্ধে ২০১৫ সালে সিক্স ডোগরা ইউনিটের হামলা সহ একাধিক হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
শনিবার সারাদিন ধরে বারোশ থেকে
পনেরোশ জন ও সেনাবাহিনীর মধ্যে অচলাবস্থা দেখা দেয়। এক মহিলার নেতৃত্ব জনতা
সেনাবাহিনীদের ঘিরে অভিযান চালানোয় বাধা দেয়। গ্রামে আত্মগোপন করে থাকা ওয়ান্টেড
স্বঘোষিত কর্নেল মোইরাংথেম ওরফে উত্তমের খোঁজ করতে এসেছিল সেনাবাহিনী। ওই জঙ্গি
ডোগরা হামলার মূল পাণ্ডা ছিল বলে ধারণা সেনাবাহিনীর। প্রসঙ্গত, গত তেসরা মে থেকে
অগ্নিগর্ভ হয়ে রয়েছে উত্তরপূর্বের এই রাজ্য। এখনও পর্যন্ত অগ্নিগর্ভ মণিপুরে
একশোজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে অগ্নিগর্ভ পরিস্থিতির শুরু হয়েছিল
ট্রাইবাল সলিডারিটি মার্চের পর থেকে। মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেও
অশান্তি থামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন মণিপুরে সর্বদলীয় বৈঠক করবেন শাহ। যদিও
এত দেরিতে সর্বদলীয় বৈঠক করার জন্য তাঁর সমালোচনা করতে ছাড়েনি কংগ্রেস।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন