School Turned Mortuary: অশরীরী আতঙ্ক, ভেঙে ফেলা হচ্ছে ট্রেন দুর্ঘটনায় মর্গে রূপান্তরিত স্কুলভবন
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: যেখানে ভূতের ভয়....। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় (Train Accident In Odisha) শয়ে শয়ে মৃতদের জন্য বাহানাগার এই স্কুলকেই মর্গ (School Turned Mortuary)করে তোলা হয়েছিল। লাট হয়ে পড়েছিল দুর্ঘটনায় বিকৃত হওয়া, হাত পা খোওয়া যাওয়া দেহের সারি। এবার সেই স্কুলভবনে “ভূতে”র ভয়ে আসতে চাইছে না পড়ুয়ারা। পড়ুয়াদের আপত্তির পরেই মর্গে রূপান্তরিত হওয়া স্কুল ঘরটি ভেঙে ফেলার কাজ শুরু হল। অভিশপ্ত দুর্ঘটনায় মৃত্যু হয় ২৮৮জনের। জখম হন হাজারেরও বেশি। দুর্ঘটনার পর স্কুলটিকে অস্থায়ী মর্গ বানিয়ে সেখানেই দেহগুলি সারি সারি রাখা হয়। স্কুলের পড়ুয়ার সংখ্যা ৫৬৭জন এবং দোসরা জুনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ স্কুলের ছটি ক্লাস রুমে রাখা হয়েছিল।
দুর্ঘটনাস্থল থেকে একশো মিটার
দূরে রয়েছে স্কুলটি। দুর্ঘটনায় মৃতদের দেহ তড়িঘড়ি স্কুলের ক্লাসরুমে এনে রাখা
হয়। স্কুলের মেঝে ভরে যায় দেহ। অষ্টম শ্রেণির এক ছাত্র জানিয়েছে সে স্কুলে যেতে আতঙ্কিত বোধ করছে। স্কুলের
মেঝেতে সারি সারি ফেলে রাখা হয়েছিল দেহগুলি। তার ছোটভাই,বোনও প্রচণ্ড ভয় পেয়েছে।
আরেকটি ছাত্র জানিয়েছে তাদের থেকে ছোটরাও এখন ভয়ানক ভয় পেয়েছে। স্কুল যদি
ভালোমতো পরিষ্কার না করে, নতুন করে রং না করা হয়, তাহলে কেউই স্কুলে ফিরে যেতে
চাইছে না। স্কুলের শিক্ষিকা শ্রতিরেখা পাণ্ডা জানান বিদেহী আত্মা দূর করতে হিন্দু
রীতি অনুযায়ী শান্তি স্বস্তয়ন করা উচিত। গতকালই কালেক্টর স্কুল ঘুরে গিয়েছেন। ভয়
পাওয়ার কিছু নেই। কোনও বিদেহী আত্মার উপস্থিতিরও ব্যাপার নেই। এসব কুসংস্কার। তবে
স্কুলভবন ভেঙে ফেলে নতুন ভবন তৈরি করা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন