Nonsense Act In-Plane: ফের এয়ার ইন্ডিয়া বিমানে কেলেঙ্কারি, এবার মাঝআকাশে প্রস্রাব, মলত্যাগ যাত্রীর!

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনাই বটে। এবারও খবরের শিরোনামে আকাশপথে বিমান। এবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান। মু্ম্বই-দিল্লিগামী বিমান যাত্রায় ঘটে গেল লজ্জার ঘটনা (Nonsense Act In Plane)। বিমান যখন মাঝ আকাশপথে,তখন একযাত্রী নিজের আসনে প্রস্রাব ও মলত্যাগ করেন (Flight Passenger Urinated And Defecated In Air India Flight)। লজ্জার ঘটনাটি ঘটেছে চব্বিশে জুন। কীর্তিমান অভিযুক্তের নাম রাম সিং। সে বসেছিল সেভেন্টিন এফে। সেখানেই সে অপকর্মটি করে। শুধু তাই নয়, বিমানের ন নম্বর রোয়ে ঝামেলায় বাধায়। ঘটনাটি দেখতে পেয়ে বিমানকর্মী তাকে অন্যদের কাছ থেকে আলাদা করে ধারের দিকে আসনে বসায় এবং মৌখিকভাবে সতর্ক করে। ঘটনাটি নিয়ে পাইলট ইন কমান্ডকে জানানো হয় এবং বিমান অবতরণের পর নিরাপত্তার ব্যাপারে তাঁকে অনুরোধ জানান বিমানকর্মীরা। 


 এই ঘটনায় অন্য যাত্রীরাও অত্যন্ত ক্ষুব্ধ হন। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়। বিমান থেকে নামলে তাকে গ্রেফতার করে সিআইএসএফ। এটাই প্রথম নয়, এর আগে ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক মদ্যপযাত্রী মহিলাযাত্রীর আসনে প্রস্রাব করে। সেই ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দেয়। গ্রেফতার করা হয় ওই যাত্রীকে। এরপর ৬ ডিসেম্বর প্যারিস-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আরেক মদ্যপযাত্রী এক মহিলা সহযাত্রীর কম্বলে প্রস্রাব করে ওই যাত্রী।  
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!