Couple Arrested In Police Trap: চুমুকে চমক, পুলিশের দেওয়া সরবতে চুমুক দিতে গিয়ে মুখোশ খোলার পর গ্রেফতার আট কোটি লুট করা ডাকাত দম্পতি!


 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চুমুকে চমক! তীর্থস্থানে বিনামূল্যে ফলের গন্ধভরা সরবতে চুমুক দিতে গিয়েই সব জারিজুরি ফাঁস। পুলিশের কিওস্কের সরবতের ফাঁদে পা দিয়ে পুলিশের হাতে ধরা পড়ল অপরাধী দম্পতি (Couple Arrested In Police Trap)। মোট আট কোটি টাকা ডাকাতির অভিযোগে তাদের হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। পঞ্জাবের লুধিয়ানায় (Punjab) এক অর্থলগ্নি সংস্থায় বন্দুক দেখিয়ে নিরাপত্তা রক্ষীকে ধরাশায়ী করে ওই দম্পতি ডাকাতি করে। তীর্থস্থানে এসে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ল তারা। ডাকাতির পর দম্পতি নেপালে পালাবার মতলব এঁটেছিল বলে খবর পায় পুলিশ। কিন্তু লুক আউট নোটিস জারি করার ফলে তাদের যাত্রা আটকে যায়। তারা গা ঢাকা দেওয়ার নতুন মতলব আঁটে। এরপর উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহিবে তারা যায় তারা। হেমকুণ্ড সাহিবে তারা গা ঢাকা দিয়েছে, এমন খবর পেয়ে তাদের ধরতে বিনামূল্যে সরবত বিতরণের ফাঁদ পাতে পুলিশ। সব তীর্থযাত্রীকে বিনামূল্যে ফলের রসের সরবত দেওয়ার পরিকল্পনা করে।

এদিকে কাজ সফল হওয়ার পর উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহিবে শিখ মন্দিরে পুজো দিতে এসেছিল অভিযুক্ত মনজিত কাউর নামে ওই মহিলা ও তার স্বামী যশবিন্দর সিং। মুখ ঢাকা থাকায় তাদের খুঁজে পাবে না পুলিশ, এমন ধারণা করে তীর্থযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে মন্দিরে পুজো দিতে যায় তারা। সেখানে পুলিশের কিওস্ক থেকে দেওয়া ফলের সরবত খেতে গিয়ে মুখের মাস্ক খোলে দুজনে। আর তারপরই ধরা পড়ে দুজন। যদিও প্রথমে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। পুজো মেটানোর পর তাদের পেছন পেছন ধাওয়া করার পর তাদের দুজনকে গ্রেফতার করে তারা। দুজনের কাছ থেকে নগদ একুশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এখনও পর্যন্ত লুট করা আট কোটি টাকার মধ্যে ছ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!