Uproar Over Ladly Bohana Scheme: স্মার্টফোনের জন্য একটি টাকাও পাননি মহিলারা, বিতর্কে মধ্যপ্রদেশের লাডলা বহেন প্রকল্প
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর লাডলা বহেনা প্রকল্প। দু হাজারের বেশি মহিলাকে লাডলি বহেনা প্রকল্পে স্মার্টফোনের (Message Sent Money Sending) জন্য টাকা পাঠানোর মেসেজ পাঠানো হলেও বাস্তবে কারো অ্যাকাউন্টেই একটাকাও ঢোকেনি। মহিলাদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই প্রকল্পের টাকা না পাওয়ায় মহিলাদের মধ্যে দারুণ ক্ষোভ দেখা দিয়েছে (Uproar Over Ladly Bohana Scheme)। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার অবশ্য বুক বাজিয়ে দাবি করেছে সব অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউই একটি টাকাও পাননি। প্রকল্পের অধীনে স্মার্টফোনের জন্য টাকা পাওয়ার কথা শকুন্তলা সেন নামে এক মহিলার। তিনি জানিয়েছেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। খোঁজ নিয়ে জানতে পারেন সমস্ত সুবিধেভোগীর টাকা ঘুরপথে গুরুগ্রামের একটি অ্যাকাউন্টে জমা পড়েছে। এ ব্যাপারে পুলিশ ও ব্যাঙ্কে অভিযোগ করলেও কোনও কাজ হয়নি। আরেক মহিলা রাধা সোনি রীতিমতো ক্ষোঙ উগড়ে দিয়েছেন। তাঁর দাবি তাঁরা স্কিল ডেভেলপমেন্ট স্কিমে সেলাই মেশিনের জন্য আধারকার্ডের কপি ও ফোটো কৌশল বিকাশ কেন্দ্রে জমা দিয়েছিলেন। সংশ্লিষ্ট সংস্থাকেও সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাও দেন। কিন্তু তাঁদের পরিচিতি পত্র অন্য অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করা হয়েছে। ওই অ্যাকাউন্টে টাকাও জমা পড়েছে।
ওই
প্রকল্পের আবেদনকারিণীদের ধারণা তাঁদের নথি কারচুপি করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা
হয়েছে। প্রশাসন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জেলা কালেক্টর অনুরাগ ভার্মা
জানান এর আগে অ্যাকাউন্টগুলি কৌশল বিকাশ কেন্দ্রের অধীনে খোলা হয়েছে। তাদের
মাধ্যমে লাডলি বহেনা প্রকল্পের সুবিধেভোগীদের টাকা অ্যাকাউন্টে পাঠানোর মেসেজ
পাঠানো হয়েছিল। সেখানেই সমস্যা তৈরি হয়েছে। জেলা কালেক্টর আরও জানান
সুবিধেভোগীদের টাকা পাঠানোর মেসেজ পাঠানো হলেও কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট
করা করা হয়নি। এই প্রকল্প ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেমের সঙ্গে যুক্ত। যে
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রহীতার তথ্য দিয়ে থাকে। তবে কালেক্টর
যাই বলুন, এই হেনস্থা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়েছে না পেছনে বড় কোনও
দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে, সেটা এখনও স্পষ্ট নয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন