Junior Intelligence Officer Post: ৭৯৭জন জুনিয়র ইন্টালিজেন্স অফিসার পদে চাকরি, আবেদন করুন অনলাইনে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: সারা দেশজুড়ে ৭৯৭জন জুনিয়র ইন্টালিজেন্স অফিসার (Junior Intelligence Office Post) পদে নিয়োগ করা হবে। যাঁরা ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা ও বিএসসি পাস করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শুরুর তারিখ ৩১ মে। আবেদন করার শেষ তারিখ ২৩ জুন। জেনারেল ও ওবিসি শ্রেণিভুক্তদের আবেদন করার সময় ৪৫০ টাকা ফি দিতে হবে। তপশিলি জাতি উপজাতি বা প্রাক্তন সেনাকর্মীদের কোনও ফি দিতে হবে না। ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
জেনারেল ও অসংরক্ষিত আবেদনকারীদের
বয়ঃসীমা ১৮ থেকে ২৭ বছর। তপশিলি জাতি উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে তিন
থেকে পাঁচ বছর ও তিন বছর বয়েসের ছাড় রয়েছে। ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস
ও কমিউনিকেশন বা ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিকস বা ইনফর্মেশন টেকনোলজি অথবা কম্পিউটর
সায়েন্স বা কম্পিউটার ইঞ্জনিয়ারিং কম্পিউটর অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা
বাঞ্ছনীয়। সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিকস বা কম্পিউটর বা
ফিজিক্স অথবা অঙ্কে ব্যাচেলর্স ডিগ্রি রয়েছে, তাঁরাই আবদনের যোগ্য। আরও তথ্য
জানতে ক্লিক করুন https://www.9curry.com/notices/8c7709-এ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন