Eye Infection By Indian Eye Drop: গুজরাতের ওষুধ সংস্থার চোখের ড্রপে সংক্রমণ, ভারতের কাছে অভিযোগ শ্রীলঙ্কার
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এবার
গুজরাতের একটি সংস্থার পাঠানো চোখের ওষুধ ব্যবহার করে সংক্রমণের (Eye
Infection By Eye Drop) ঘটনা ঘটল শ্রীলঙ্কায় (Shri lanka)। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে অভিযোগ জানিয়ে চিঠি দিল সেদেশের সরকার।
অভিযোগে তারা জানিয়েছে ইন্ডিয়ানা অপথালমিকস (Indiana Ophthalmics)নামে
গুজরাতের ওই সংস্থার সরবরাহ করা ওষুধে সেদেশের তিরিশজনেরও বেশি নাগরিকের চোখে
সংক্রমণ হয়েছে। অভিযোগের পরেই ওই সংস্থাটিকো ভারতের শীর্ষ ওষুধ রপ্তানি কাউন্সিল
নোটিশ পাঠিয়ে দুদিনের মধ্যে তদন্ত করে তাদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে।
কেন্দ্রীয় শিল্পবাণিজ্য মন্ত্রকের অধীনে থাকা ফার্মেস্কসিল এজেন্সি বৃহস্পতিবার ওই
সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। অন্যদিকে ইন্ডিয়ানা অপথালমিকস সংস্থার উৎপাদিত
মেথিলপ্রেডনিসোলোন চোখের ড্রপ নিয়ে তদন্ত শুরু করেছে।
অভিযুক্ত সংস্থাকে
চিঠি দিয়ে ফার্মেস্কসিল জানিয়েছে তাদের সংস্থার পাঠানো দৃষিত চোখের ড্রপ ভারতের
ওষুধ শিল্পের সুনাম হানি ঘটিয়েছে এবং এই ঘটনা ভারতের ওষুধ রফতানির ক্ষেত্রে
আন্তর্জাতিক সংস্থার আস্থায় প্রভাব ফেলেছে। যদিও ইন্ডিয়ানা অপথালমিকস চোখের
ড্রপের ক্ষেত্রে কোনওরকম গোলমালের কথা অস্বীকার করেছে। প্রসঙ্গত, এ নিয়ে এক বছরে
ভারতের তৈরি ওষুধ দূষিত বলে অভিযোগ উঠল। এর আগে এপ্রিল মাসে চেন্নাইয়ের একটি
সংস্থার তৈরি চোখের ওষুধে আমেরিকায় তিন জনের মৃত্যু ও অন্ধত্বের ঘটনা ঘটে। এরপর
ওই সংস্থার তৈরি চোখের ড্রপ পরীক্ষা করে দেখে তামিলনাডুর ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড
সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন পরীক্ষা করে খারাপ কিছুই পায়নি। তারা
সংস্থার পক্ষেই রায় দেয়। তবে নিরাপত্তার কথা ভেবে গুজরাতের ওষুধ সংস্থাকে চোখের
ড্রপ উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন