Forced To Remove Burkha: তেলঙ্গানায় পরীক্ষা দিতে আসা মুসলিম ছাত্রীদের জোর করে খোলানো হল বোরখা

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বোরখা পরে পরীক্ষা দেওয়া যাবে না। তাই বেশ কিছু পরিক্ষার্থিনীকে বোরখা পরে পরীক্ষা দিতে আসায় বাধা দেওয়া হল। তাদের জোর করে বোরখা খোলানো হল বলে অভিযোগ (Muslim Students Forced To Remove Burkha)। ঘটনাটি ঘটেছে  তেলঙ্গনার (Telangana) সন্তাষনগরে কেভি রঙ্গা রেড্ডি ডিগ্রি কলেজে। ওই কলেজে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে বেশ কিছু মুসলিম ছাত্রীকে বোরখা পরে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখায় ছাত্রীরা। তাদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রে বোরখা খুলে ঢোকা বাধ্যতামূলক নয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর আগে তাদের বোরখা পরে ঢুকতে বাধা দেয়। নিরাপত্তা রক্ষীরা বোরখা পরে হলে ঢুকতে না দেওয়ায় মুসলিম ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা যায়। 



এক ছাত্রীর অভিযোগ পুরুষ নিরাপত্তা রক্ষীর সামনে তাদের জোর করে বোরখা খোলানো হয়। কলেজ কর্তৃপক্ষকে বোরখা খোলার জন্য সময় চাইলেও তাতে তাঁরা কান দেননি। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তেলঙ্গনার স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলি বলেন কিছু প্রধান শিক্ষক বা অধ্যক্ষ হয়তো এমন কাজ করছেন। তবে তাঁদের নীতি পুরোপুরি ধর্মনিরপেক্ষ। তিনি আরও বলেন, মানুষ যেরকম পোশাক পরতে ভালোবাসে, তা পরতেই পারে। তবে কেউ যদি ইউরোপিয় পোশাক পরে সেটা সঠিক কাজ হবে না। কোথাও লেখা নেই বোরখা পরা যাবে না। এ ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে। এর আগে কর্ণাটকে বিজেপি সরকার বোরখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বিষয়টি আদালতে গড়ায়।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!