Bollywood Actor Ameesha Patel Surrendered: প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ অভিনেত্রী আমিশা প্যাটেলের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা সানি দেওলের সঙ্গে তাঁর ছবি “গদর-টু”য়ের মুক্তি পাওয়ার আগে চেক বাউন্স মামলায় (Cheque Bounce Case) আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী আমিশা প্যাটেল (Bollywood Actor Ameesha Patel Surrendered)। শনিবার তিনি ঝাড়খণ্ডের রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন (Surrendered In Court)। সিনিয়র ডিভিশন বিচারক ডিএন শুক্লা তাঁর জামিন মঞ্জুর করেন এবং একুশে জুন অভিনেত্রীকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ২০১৮ সালে ঝাড়খণ্ডের ছবি প্রযোজক অজয়কুমার সিং আমিশার বিরুদ্ধে প্রতারণা ও চেক বাউন্সের মামলা দায়ের করেছিলেন। মামলা চলাকালীন একাধিক তাঁকে সমন পাঠানো হলেও আমিশা আদালতে আসেননি। পরে আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে বলে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী।
আমিশার
বিরুদ্ধে অভিযোগ, “দেশি ম্যাজিক” নামে
একটি ছবিতে অভিনয় করার জন্য অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা
ট্রান্সফার করেছিলেন প্রযোজক। কিন্তু আমিশা ছবিটিতে অভিনয় করেননি। তিনি প্রযোজককে
আড়াই কোটি টাকার চেক পাঠান। যদিও
সেই চেকটি বাউন্স করে। অভিনেত্রী আমিশার আদালতে
আত্মসমর্পণের খবর ঠিক তখনই প্রকাশ্যে এল, যখন আমিশা অনেকদিন পরে ফের সানি দেওলের
সঙ্গে গদর টু ছবির সূত্রে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন। ২০২২ সালে আমিশার বিরুদ্ধে
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ দেয়। ঝাড়খণ্ডের
ট্রায়াল কোর্ট মামলায় সমন জারি করেছিল। শীর্ষ আদালত জানিয়েছিল আমিশার বিরুদ্ধে চেক
বাউন্স মামলা আইনি ধারায় চলবে। ২০২২ সালের পাঁচ মে ঝাড়থণ্ড হাই কোর্টের রায়ের
বিরুদ্ধে আমিশার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ কথা জানায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন