Dead Exotic Birds: পাচারের আগেই প্রায় হাজারটি দুষ্প্রাপ্য মৃত পাখি উদ্ধার কাকদ্বীপে

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিদেশে পাচারের (Smuggler) আগেই কাকদ্বীপ থেকে নশো তেত্রিশটি দুষ্প্রাপ্য মৃত পাখি উদ্ধার করল বন্যপ্রাণী দফতরের আধিকারিক ও কর্মীরা (Dead Exotic Birds) এদিন ৮৬৮টি মৃত গ্রে রেড জাঙ্গল ফাউল হাইডস. ১৬৮টি মৃত গ্রে ফ্রাঙ্কোলিন উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সূত্রে খবর পেয়ে এডিএফও চব্বিশ পরগনার দক্ষিণ ফরেস্ট ডিভিশনের চিন্ময় বর্মণের নেতৃত্বে নামখানা,রামগঙ্গা, ভগবতপুর ও বারুইপুরের বন্যপ্রাণী দফতরের কর্মীরা কাকদ্বীপের রামচন্দ্র নগর থেকে মৃত পাখিগুলি উদ্ধার করেন।

 এই ঘটনায় সালাউদ্দিন মির নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মৃত পাখিগুলিকে উদ্ধার করা হয়। জেরায় জানা গিয়েছে এই ব্যবসা সালাউদ্দিন ২০১৬ সাল থেকে চালিয়ে আসছিল। রাশিয়া,কানাডা, ব্রিটেন, ডেনমার্কে নানারকম নকশার পোশাক ও সরঞ্জামের জন্য মৃত পাখি সে পাঠিয়ে আসছে। বিস্তারিত জানতে আরও জেরা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!