Data Breach In Arogya Setu App: আরোগ্য সেতু অ্যাপে করোনায় ভ্যাকসিন নিয়ে ভিআইপি নেতা-সহ সমস্ত ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ফাঁস? তৃণমূলের নিশানায় মোদী সরকার

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের নিশানায় ফের মোদী সরকার। এবার সমস্ত ভারতীয়ের ভ্যাকসিন সংক্রান্ত বড়রকমের তথ্য ফাঁসের (Data Breach In Arogya Setu App) অভিযোগ। যদিও তথ্য ফাঁসের উৎস নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC)নিশানায় কেন্দ্রীয় সরকারের (Central Government) আরোগ্য সেতু অ্যাপে তথ্য ফাঁসের ঘটনা। আর তা নিয়েই নাম না করেই কামান দেগেছে তৃণমূল কংগ্রেস। তথ্য গোপনীয়তা লঙ্ঘন নিয়ে ইতিমধ্যেই নজরে রয়েছে আরোগ্য সেতু অ্যাপ। যদিও এর আগে লক্ষ লক্ষ করোনা ভাইরাসে আক্রান্তদের আবেদন সম্বলিত এই অ্যাপে কোনও তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। একগুচ্ছ টুইটে তৃণমূল নেতা সাকেত গোখলে লিখেছেন মোবাইল নম্বর, আধার নম্বর, পাসপোর্টের নম্বর, ভোটার কার্ডের নম্বর সহ পারিবারিক তথ্য সম্বলিত সমস্ত ভারতীয়ের ব্যক্তিগত তথ্য ফাঁসের বড় ধরণের ঘটনা ঘটেছে। এখন সমস্ত তথ্যই সহজে মিলবে। টুইটে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন,প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ সহ নামী সাংবাদিক রাজদীপ সারদেশাই, বরখা দত্তর মতো নামী সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখ
পাত্র গোখলের আরও অভিযোগ, এই বিশালরকম তথ্য ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকার একেবারেই ওয়াকিবহাল নয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেশের নাগরিকদের জানানোয় ব্যর্থ হয়েছেন। এ ব্যাপারে মোদী সরকারের কাছ থেকে জবাব চেয়েছে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে কীভাবে আরোগ্য সেতু অ্যাপের তথ্য কীভাবে ফাঁস হল, তা জানতে চেয়েছে তারা। এই তথ্য ফাঁসের ঘটনায় কেন্দ্রীয়মন্ত্রী তথা তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা দাবি করেছে তারা। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্রের প্রশ্ন, কীভাবে এত অবহেলার পরেও কেন্দ্র কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। যদি ওইসব স্পর্শকাতর তথ্য হ্যাকারদের হাতে পড়ে, তাহলে কি পরিণতি হবে, তা নিয়ে সংশয় জানিয়েছেন সাকেত।        

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!