Jobs in The Ministry Of Home Affairs: আটশোর কাছাকাছি কর্মী নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কীভাবে কোথায় আবেদন করবেন

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিভিন্ন পদে আটশোরও বেশি কর্মী নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Jobs in The Ministry Of Home Affairs)। স্নাতক স্তরে জুনিয়র ইন্টালিজেন্স অফিসার ও গ্রেড টু (টেকনিকাল) পদে নিয়োগগুলি করা হবে। এমাসের তিন তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট mha.gov.in –এ অনলাইনে আবেদন করতে পারেন। যাঁদের বয়েস আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে, তাঁরাই আবেদন করতে পারবেন।


আবেদনকারীদের ইলেকট্রনিক ও কম্পিউটর সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। যেসব আবেদনকারী ফিজিক্স ও অঙ্কে বিএসসি ডিগ্রি রয়েছে এবং কমপিউটর অ্যাপ্লিকেশনে যাঁদের ডিগ্রি রয়েছে তাঁরাও আবেদনের যোগ্য। চাকরিতে বেতন তিরিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকা পাবেন প্রার্থীরা। যাঁরা আর্থিকভাবে দুর্বল ও ওবিসি প্রার্থীদের অ্যাপলিকেশন ফি দিতে হবে। তপশিলি জাতি উপজাতিভুক্তদের ফি দিতে হবে সাড়ে চারশো টাকা।
  

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!