Severely Beaten For False Claim By Child Girl : আট বছরের মেয়ের মিথ্যে অভিযোগে বেদম মার ফুড ডেলিভারি এজেন্টকে, কর্ণাটক সরকারকে ফোন অসমের মুখ্যমন্ত্রীর

                                           মিথ্যে অভিযাগ নাবালিকার, প্রাণ সংশয়ে ফুড ডেলিভারি এজেন্ট ! 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফ্ল্যাটের বারান্দায় তাকে নিয়ে গিয়েছিল ফুড ডেলিভারি এজেন্ট। আট বছরের মেয়ের অভিযোগ শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে শিশুকন্যার বাবা-মা-সহ আবাসনের বাসিন্দারা বেদম পেটায় ওই ফুড ডেলিভারি এজেন্টকে (Severely Beaten For False Claim By Child Girl)। তাতেই ক্ষান্ত হয়নি ঘটনাটা। বাসিন্দাদের সঙ্গে যোগ দিয়ে তাকে বেধড়ক মারধর করে আবাসনের নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে পুলিশ আসে। কিন্তু সিসিটিভি ফুটেজ (Checked CCTV Footage) খতিয়ে দেখে জানতে পারা যায় আট বছরের মেয়েটি একা একাই ছাদে গিয়েছিল। তাকে ফু়ড ডেলিভারি এজেন্ট নিয়ে যায়নি। তার আগে অবশ্য বেধড়ক মারের চোটে রীতিমতো কাহিল হয়ে পড়ে সে। মেয়েটিকে জিজ্ঞেস করে জানা যায় কেন সে মিথ্যে কথা বলেছিল। 

জবাবে সে জানায় পড়ার সময় খেলার জন্য বাবা মায়ের বকুনির ভয়ে মিথ্যে কথা বলেছিল। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরের ইলেকট্রনিক সিটি এলাকায়। অসমের বাসিন্দা ওই ফুড ডেলিভারি এজেন্টের ঘটনায় রীতিমতো উদ্বেগ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি কর্ণাটক সরকারের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তাকে সুরক্ষা দেওয়ার কথাও বলেছেন। যদিও ভুল বুঝতে পেরে মেয়েটির বাবা-মা ক্ষমা চেয়েছেন। সংবাদমাধ্যমকে নিগৃহীত ফুড ডেলিভারি এজেন্ট জানায় ওই দম্পতির সঙ্গে আবাসনের সবাই তাকে বেধড়ক মারধর করে। এমনকী নিরাপত্তা রক্ষীও তাদের সঙ্গে হাত মিলিয়ে মারধর করে। কেন মেয়েটি তার সম্পর্কে মিথ্যে অভিযোগ করেছে, তা তার জানা নেই। সে জানায় যদি সেখানে সিসিটিভি না থাকতো, তাহলে কী অবস্থা হতো, তা ভেবে সে আতঙ্কে শিউরে উঠছে। তার ম্যানেজার তাকে সিক লিভ মঞ্জুর করেছেন।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!