Opposition Unity In Question: চব্বিশের ভোটে বিরোধী জোটে নেতা-নেত্রীদের ইগো সমস্যা কতটা অন্তরায় হতে পারে?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চব্বিশের
লোকসভা (Loksabha Election) ভোটে বিজেপিকে (BJP)হটাতে এককাট্টা বিরোধীরা (Opposition Unity In Question)। বৈঠকস্থল হিসেবে বিহারের পাটনাকে বেছে নিয়ে জয়প্রকাশ নারায়ণের লড়াইয়ের
স্মৃতিকে উস্কে দিতে চেয়েছে তারা। এই পাটনা থেকেই শুরু হয়েছিল জয়প্রকাশের লড়াই।
যে লড়াইয়ে হাড় মানতে হয়েছিল দোর্দণ্ডপ্রতাপ ইন্দিরা গান্ধীকে। সম্ভবত মোদীর
বিরুদ্ধে লড়াইয়ে সেই “কেউ অপরাজেয়”
নয়, সেই বাস্তব কথাটাই মনে করিয়ে দিতে চেয়েছে তারা। জেডিইউয়ের নীতীশকুমার, আপের
অরবিন্দ কেজরিওয়াল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়,এমকে স্ট্যালিন, উদ্ধব ঠাকরে-সহ
বিরোধীদের এই এককাট্টা ভাব কতটা মোদী-শাহ শিবিরের ভ্রূকুঞ্চন তৈরি করেছে,সেটা সময়ের
অপেক্ষা। কিন্তু নানা মতভেদকে দূরে সরিয়ে বিরোধীদের এমন যুদ্ধং দেহী মনোভাব
চব্বিশের ভোটে সাড়া ফেলবে কিনা, সেটা জানা যাবে ভোটের ফল বেরোনোর পর। মোদি
তন্ত্রের অবসান হবে না আবার মোদী শাহের জমানা বহাল থাকবে,সেটা স্পষ্ট হবে।
দক্ষিণে কর্ণাটকে বিজেপির হাত থেকে কংগ্রেস ক্ষমতা কেড়ে
নেওয়ার পর থেকে লোকসভা ভোট নিয়ে আশায় বুক বেঁধেছে বিরোধীরা। দিন বদলের আশায়
প্রহর গুনছে তারা। বিশ্লেষকরা বলছেন দেশের মানুষ আর দেশপ্রেমের দোহাইয়ে গলতে রাজি
নন। দেশ জুড়ে ক্রমবর্ধমান বেকারত্ব, জিনিসপত্রের আগুন দামে দিশেহারা আমজনতা। চারদিকে
সমস্যা বেড়েই চলেছে। কর্ণাটকের মতো মোদী ম্যাজিক লোকসভা কাজ করবে না বলেই
বিরোধীরা বিশ্বাস করতে শুরু করেছেন। তাহলে কি চব্বিশে দেশে পালাবদল হতে চলেছে।
কিন্তু একদল রাজনৈতিক বিশেষজ্ঞের মতে যদি মিরাকল ঘটিয়ে দেশে বিরোধীরা ক্ষমতায় আসে,সেক্ষেত্রে
যে সমস্যা বড় হয়ে উঠবে, সেটা হল বিরোধী হাইপ্রোফাইল নেতাদের ইগো কমপ্লেক্স। বিশেষ
করে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে কারা থাকবেন, সেটা একটা গুরুতর সমস্যা হয়ে উঠবে।
নীতীশকুমার ইতিমধ্যেই দৌড়ে নেই বলে হাত ধুয়ে ফেলেছেন। পাশাপাশি নানা মুনির নানা মতের
মতো বিরোধী জোটে মতভেদ একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কংগ্রেসের কট্টর বিরোধী
আপের কেজরিওয়াল কতদিন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে কায়েম রাখতে পারবেন, সেটাও একটা
বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরতে পারে। এছাড়া এই মুহূর্তে দেশের অর্থনীতি শেয়ার
বাজারের ওপর পুরোপুরি নির্ভরশীল। মোদী জমানা চলে গেলে শেয়ার বাজার নির্ভর
অর্থনীতি কমজোরি হয়ে উঠতে পারে। বিরোধীরা মোদীর জমানায় নড়বড়ে অর্থনীতির
প্রাণশক্তি শেয়ার বাজার বিরোধীদের হাতে কতটা শক্তিশালী থাকবে, সেই প্রশ্নটাও
অনেকের মনে ঘুরপাক শুরু করেছে। এদেশে মোর্চা সরকারের ভবিষ্যৎ বরাবরই টলমলে। সেই
স্মৃতিও কী আগামী লোকসভা ভোটে আমজনতার মনে উদয় হতে পারে, আর তার সঙ্গে বিজেপির অস্ত্র
সংখ্যাগুরুদের ভোটকে তাস বানিয়ে মেরুকরণের দিকে দেশের আমজনতাকে ঠেলে দিয়ে মোদী
তাঁর শাসন কায়েম রাখতে পারেন কিনা,এখন সেটাই কোটি টাকার প্রশ্ন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন