Bizarre Circular For Maids: পার্ক বা ওয়েটিং রুমে অপেক্ষা করা যাবে না, বেঙ্গালুরুর আবাসনে পরিচারিকাদের জন্য “অদ্ভুত” সার্কুলার ঘিরে শোরগোল
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কাজ করার জন্য অপেক্ষা করতে পার্ক বা অ্যাম্পিথিয়েটর নয়। তার বদলে তাদের ওয়েটিং এরিয়ায় অপেক্ষা করতে হবে। আবাসনের পরিচারক, পরিচারিকাদের (Bizarre Circular For Maids) নিয়ে বেঙ্গালুরুর (Bengaluru) একটি আবাসনে সেখানকার হাউসিং সোসাইটির এমন সার্কুলার ঘিরে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। সার্কুলারে আরও জানানো হয়েছে পরিচারিকারা সবজায়গায় ভিড় করলে আবাসনের বাসিন্দারা অস্বস্তি বোধ করেন এবং সাধারণ এলাকায় নিরাপত্তার ব্যাপারে নজরদারি করা সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাঁধুনি, কাঠের মিস্ত্রি,পাইপ সারানোর মিস্ত্রি আবাসনের রিশেপশনে সোফায় বসে অপেক্ষা করে। এখন আবাসনের বাসিন্দারা সোফায় বসা বন্ধ করে দিয়েছেন।
বিজ্ঞপ্তিটি অনলাইনে শেয়ার করার পর অনেকেই রীতিমতো ক্ষোভ প্রকাশ
করেছেন। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। এক ইউজার লিখেছেন পরিচারিকারা ঘর পরিষ্কার
করবে, রান্না করবে রাঁধুনিরা ভালোমন্দ করবে,বাড়ির পাইপ সারাবে, সেটা ঠিক আছে,
কিন্তু চারপাশে তাদের দেখলে সবার মেজাজ খারাপ হয়ে যায়। আবার একজন লিখেছেন, ভুললে
চলবে না ওরাও মানুষ। আরেকজন জানিয়েছেন আমরা যদি পুরোপুরি কর্পোরেট সংস্কৃতিতে
নিজেদের মিলিয়ে দিই, তাহলে পরিচারিকা রাখতে পারবো না। কেউ আবার প্রচ্ছন্ন হুমকির
সুরে লিখেছেন, ওই আবাসনের নাম জানানো হোক, আমার ওই আবাসন এড়িয়ে চলবো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন