Reduce Of Burden On Students: দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে গণতন্ত্র, শক্তির উৎস অধ্যায়
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পড়ুয়াদের ওপর বোঝা কমাতে (Reduce Of Burden On Students) সরকারি দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে গণতন্ত্র এবং শক্তির উৎস পর্ব দুটি (NCERT Deletes Democracy And Periodic Table, Source Of Energy Chapter)। পাঠ্যসূচিতে যৌক্তিকতার অঙ্গ হিসেবে এবং পড়ুয়ারা যাতে পড়ার চাপে দিশেহারা না হয়, তাই চাপ কমাতে ওই দুটি পর্ব বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি। সেই সঙ্গে সময় ভিত্তিক টেবলটিও নতুন বইয়ে থাকবে না। এ বছরের শুরুতে দশম শ্রেণির পাঠ্যক্রমে থিওরি অব এভালুয়েশন পর্বটি বাদ দেওয়া নিয়ে রীতিমতো উদ্বেগ দেখা দিয়েছিল। এনসিইআরটি যে নতুন পাঠ্যবই প্রকাশ করেছে, সেই বইটিতে পিরিওডিক টেবল নিয়ে অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি বিজ্ঞান বইয়ে যে বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে এনভায়নমেন্টাল সাসটেইনবিলিটি ও সোর্স অব এনার্জি বা শক্তির উৎস।
এনসিইআরটি
জানিয়েছে করোনা অতিমারির প্রেক্ষিতে পড়ুয়াদের ওপর বোঝা কমানোটা জরুরি হয়ে
দাঁড়িয়েছে। কঠিন বিষয়, পাঠ্যবস্তুকে অতিক্রম করা ও বর্তমান প্রেক্ষিতে যে বিষয়
প্রাসঙ্গিকতা হারিয়েছে, পাঠ্যক্রম থেকে সেই বিষয়গুলির তালিকা তৈরি করা হয়েছে। তবে
পড়ুয়ারা এই বিষয়গুলি পড়তে পারবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়। ভারতে দশম
শ্রেণি হল স্কুল স্তরে পড়ার ক্ষেত্রে শেষ বছর, যেখানে এগুলি বাধ্যতামূলক হিসেবে
বিজ্ঞান পড়ানো হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যে সমস্ত পড়ুয়া পড়ার
ক্ষেত্রে দু বছর রসায়ন নেবে বলে ঠিক করবে, তারা পিরিওডিক টেবল নিয়ে পড়াশোনা করতে
পারবে। এ বছরের শুরুতে দশম শ্রেণির বিজ্ঞানের পাঠ্যবই থেকে থিওরি অব এভালুয়েশন বাদ
দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়ে। আঠেরোশোরও বেশি বিজ্ঞানী ও শিক্ষাবিদেরা
পাঠ্যসূচিকে যুক্তিসঙ্গত করার প্রচেষ্টার বিরুদ্ধে খোলা চিঠি দেন। যদিও কেন্দ্রীয়
সরকার সমস্ত সমালোচনাকে প্রচারমূলক বলে খারিজ করে দেয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন