Fifty Four People Dead In UP : বাহাত্তর ঘণ্টায় যোগীরাজ্যে মৃত্যু চুয়ান্ন জনের, হাসপাতালে ভর্তি চারশোজন,কারণ খুঁজতে হাজির বিশেষজ্ঞরা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আগুনে পুড়ছে গোটা দেশ (Extreme Heat Wave)। কোথাও নাম মাত্র বৃষ্টির দেখা মিললেও তাপ-সন্ত্রাসের হাত থেকে রেহাই নেই কারো। এমন সৃষ্টিছাড়া প্রবল তাপের মধ্যে উত্তরপ্রদেশে বাহাত্তর ঘণ্টায় মৃত্যু হল চুয়ান্ন জনের (Fifty Four People Dead In UP)। বালিয়া জেলায় মৃত্যুর পাশাপাশি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চারশো জন। চিকিৎসকরা জানিয়েছেন তীব্র গরমে ওই চুয়ান্নজনের মৃত্যু হয়ে থাকতে পারে। জ্বর, নিঃশ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট ও অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়ে শ চারেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এখন রোগীদের ঠাসাঠাসি ভিড়। তাঁদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা। বালিয়া জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডন্ট জানিয়েছেন জুনের পনেরো ও কুড়ি তারিখে ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মারা গিয়েছেন এগারোজন।
আজমগড় সার্কেলের সহকারী হেলথ
ডিরেক্টর জানিয়েছেন মৃত্যুর কারণ খতিয়ে দেখতে লখনউ থেকে একটি দল আসছে। কোন রোগে
তাঁদের মৃত্যু হয়েছে, সেরকম কয়েকটি মৃত্যুর কারণ অনুসন্ধান করবেন বিশেষজ্ঞরা।
প্রচণ্ড গরম বা শীতে যাঁদের শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে, ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের
রোগীদের ঝুঁকি বেড়ে যায়। তাঁর অনুমান, তাপমাত্রা বৃদ্ধি এর একটা কারণ হতে পারে।
জেলা হাসপাতালে ভিড় এতটাই যে রোগীদের স্ট্রেচার না মেলায় অ্যাটেনডেন্ট রোগীদের
কাঁধে নিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যেতে দেখা দিয়েছে। তবে একসঙ্গে রোগী হাসপাতালে
আসে, তাহলে স্ট্রেচার পাওয়া মুশকিল বলে জানিয়েছেন আজমগড় সার্কেলের সহকারী হেলথ
ডিরেক্টর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন