No Jeans, No T Shirt: জিনস,টি শার্ট পরে অফিসে আসা যাবে না, শিক্ষা দফতরের কর্মীদের ফতোয়া নীতীশ সরকারের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অফিসে জিনস, টি শার্ট পরে আসা যাবে না (No Jeans, No T Shirt)। শিক্ষা দফতরের কর্মীদের এমনই ফতোয়া জারি করেছে বিহারের নীতীশ সরকার (New Dress Code Of Bihar)। সরকারের মতে, এই ধরণের পোশাক কর্মক্ষেত্রের সংস্কৃতির বিরোধী। শিক্ষা দফতরের ডিরেক্টর (প্রশাসন) বুধবার এ নিয়ে একটি নির্দেশ জারি করেছে। তাতে অফিসে কর্মীরা টি শার্ট, জিনস পরে আসছেন তা শিক্ষা দফতরের মনপসন্দ নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অফিসে অফিসাররা এবং কর্মীরা যে পোশাক পরে আসছেন, তা অফিস সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অফিসার বা কর্মীরা যে পোশাক পরে আসছেন, তা অফিস সংস্কৃতির
বিরোধী। সুতরাং অফিসার,কর্মীদের শিক্ষা দফতরে ফর্মাল পোশাক পরে আসা উচিত। বিশেষ
করে জিনস, টি শার্ট পরে অফিসে আসা যাবে না। এর আগে সরণ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
সমস্ত জিনস ও টি শার্ট পরে কাজে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
প্রত্যেককে ফরমাল পোশাক ও পরিচয়পত্র নিয়ে অফিসে আসার নির্দেশ দিয়েছিলেন। ২০১৯
সালে বিহার সরকার রাজ্য সচিবালয়ে সমস্ত কর্মীকে জিনস ও কর্মীদের জিনস ও টি শার্ট
পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সচিবালয়ের সমস্ত কর্মীকে আরামপ্রদ হালকা রঙের পোশাক
পরে আসার কথা বলা হয়েছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন