Mysterious Stone Pelting Incidents: রাতবিরেতে ছুটে আসছে পাথর, ইটের টুকরো, সাত মাস ধরে ভুতুরে কাণ্ডে দিশেহারা দুই পরিবার

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাতবিরেত নেই। অনবরত ছুটে আসছে পাথর,ইট, বোতল (Mysterious Stone Pelting Incidents) কারা কোথা থেকে এসব ছুড়ছে কেউ জানে না। হাজার খোঁজ করেও ভেদ করা যাচ্ছে না রহস্য (Un Solved Mystery)। সবমিলিয়ে ত্রিপুরার সিপাহিজেলা জেলার মধুপুরের কাসবেসারি কালীমন্দিরের কাছে গত ছ-সাত
মাস ধরে দুটি বাড়িতে চলছে এমন অদ্ভুতুড়ে কাণ্ড, যার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এলাকার মানুষ। প্রথমে কোনও দুষ্টু লোকের কাণ্ড বলে সন্দেহ করলেও একটানা এমন রহস্যময় ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুটি পরিবারের লোকজনেরা। পাথর ছোঁড়ার ঘটনা প্রথম শুরু হয় কমিউনিটি সদস্য খোকন চক্রবর্তীর বাড়িতে। পরে তাঁর পাশের বাড়িতে পাথর,ইট ছোঁড়ার ঘটনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনবরত পাথর,ইটের টুকরো,এমনকী বোতলও ছুড়ে মারা হচ্ছে। এই ঘটনায় ভয়ে কাঁটা হয়ে আছেন সবাই। রহস্য বেড়েছে কারা এই কাণ্ড ঘটাচ্ছে, তাদের হদিশ না মেলায়। পথচারীরাও কোথা থেকে পাথর,ইটের টুকরো ছোড়া হচ্ছে এবং কারাই বা ছুড়ছে, তা জানতে পারছে না। ফলে বাসিন্দারা এই ঘটনায় যাকে বলে হতভম্ব। এই ঘটনায় কোনও অলৌকিক কিছু আছে কিনা, তা নিয়ে দিনভর চর্চা চলছে। কিন্তু কিছুতেই রহস্যভেদ সম্ভব হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে খোকন চক্রবর্তীর বাড়ির কাছে পরিত্যক্ত সরকারি ভবন এই উদ্বেগকে বাড়িয়ে তুলেছে। ওই পরিত্যক্ত ভবন থেকে ক্রমাগত বোতল ছোঁড়ার ঘটনা ঘিরে অনেকেই অশরীরীর অস্তিত্বের ফলে এমন ঘটনা ঘটে চলেছে বলে মনে করছেন। এই তথাকথিত পাথরের টুকরো বিছানার নীচে, ফ্রিজের মধ্যে দেখা যাওয়ায় ওই দুটি পরিবার পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছে। প্রথমে তারা আধিভৌতিক কাণ্ড বলে সন্দেহ করলেও বর্তমানে পাথর ছোড়ার রহস্যময় ঘটনায় একেবারে মুষড়ে পড়েছে। ইতিমধ্যেই ভূত তাড়াতে বহু ওঝা নিয়ে এসে তন্ত্র চর্চার কাজ করে রহস্যের সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। উল্টে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তথাকথিত এই অশরীরী অস্তিত্বের সঙ্গে যুঝতে গিয়ে ওই দুটি পরিবার যেমন আতঙ্কে দিশেহারা,তেমনই স্থানীয় এলাকার মানুষও বিভ্রান্ত। কালীমন্দিরকে ঘিরে একসময়ে শান্ত এলাকা এখন রহস্যময় ঘটনায় বাসিন্দাদের এক কথায় সন্ত্রস্ত করে তুলেছে।  ছ-সাত ধরে চলা অদ্ভুতুরে ঘটনার কারণ খুঁজে চলেছেন তাঁরা।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!