1.5 billion Scam In Kedarnath: কেদারনাথে কেলেঙ্কারি! গর্ভগৃহ সোনা দিয়ে বাঁধানোর নামে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কেদারনাথে কেলেঙ্কারি! গর্ভগৃহ সোনা বাঁধানোর ঘটনায় পনেরো কোটি টাকার কেলেঙ্কারি (1.5 billion Scam In Kedarnath) ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তরাখণ্ডে। কেলেঙ্কারির অভিযোগ পেয়ে নড়চড়ে বসেছে উত্তরাখণ্ড সরকার। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে তারা (Uttarakhand Government)। রাজ্যের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ জানিয়েছেন তিনি সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ক বিভাগের সচিবকে গারোয়াল কমিশনারের অধীনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত করে আদ্যোপান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে প্রকৃত ঘটনা। গারোয়াল কমিশনারকে তদন্ত কমিটিতে দুজন প্রযুক্তি বিশেষজ্ঞ ও সোনার কারিগরকে রাখার কথা মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজ্য সরকার ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ঘটনা বলে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই ঘটনায় যে দোষী, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান ১৯৩৯ সালের বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির আইন মোতাবেক দান নেওয়া হয়ে থাকে। কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ সোনা দিয়ে বাঁধানোর ব্যাপারে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে।
সরকারি সূত্রের খবর,
আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সোনা বাঁধানো হয়েছিল।
দাতার দেওয়া সোনায় গর্ভগৃহ সোনায় বাঁধানো হয়েছিল। এ ব্যাপারে মন্দির
কর্তৃপক্ষের সরাসরি কোনও ভূমিকা ছিল না। কাজ শেষ হওয়ার পর কাজের বিল অন্যান্য
কাগজপত্র দাতা মন্দির কমিটির কাছে জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি
এই ঘটনা নিয়ে হইচই করে বিরোধীরা চারধাম যাত্রা ঘিরে অশান্তি চেষ্টা করছে বিরোধীরা
বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল গর্ভগৃহ বাঁধাতে ২৩,৭৭৭,৮০০
গ্রাম সোনা ব্যবহার করেছিল। ওই সোনার বর্তমান বাজার মূল্য চোদ্দ কোটি আটত্রিশ
লক্ষ টাকা। গর্ভগৃহ বাঁধাতে ২৯ লক্ষ টাকার তামার প্লেট ব্যবহার করা হয়েছে বলে
অভিযোগ উঠেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন