Twenty People Killed In Fire: চলন্ত বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় তিন শিশু-সহ পঁচিশ জনের আগুনে পুড়ে মৃত্যু
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মর্মান্তিক!
মাঝরাতে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় চলন্ত বাসে আগুন (Caught Fire) ধরে তিন শিশুসহ পঁচিশজনের
মৃত্যু হল মহারাষ্ট্রে (Twenty People Killed In Fire)। তেত্রিশজন
যাত্রী নিয়ে বাসটি পুণে যাচ্ছিল। রাত দেড়টা নাগাদ সমুরুদ্ধি-মহামার্গে আগুন লাগার
ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি চাকা ফেটে বাসটি একটি পোলে ধাক্কা মারার পর উল্টে
যায়। সেসময় আগুন লাগে। আগুনে পঁচিশ জনের মৃত্যু হয়।
বোলধানার এসপি জানিয়েছেন
আগুনে পঁচিশজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। জানান একটি মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার
কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এই মুহূর্তে পোড়া দেহগুলি শনাক্ত করাকে
অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শনাক্ত করার পর দেহগুলি মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া
হবে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার
পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় গভীর
শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন