Indian Killed In US: ফের আমেরিকা, এবার ওয়াশিংটনে খুন ভারতীয়!

দি বেঙ্গলি নিউজরুম: ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের পরপর খুন,মৃত্যুর মধ্যেই ফের খুনের ঘটনা ঘটল আমেরিকায়। ওয়াশিংটনে রেস্তোরাঁর বাইরে একদল অজ্ঞাত পরিচয়ের হামলায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক এগজিকিউটিভ। রেস্তোরাঁর বাইরে তাঁকে গুরুতর জখম বিবেক তানেজাকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, বিবেক তানেজা এবং দুই সন্দেহভাজন ফেব্রুয়ারির দু তারিখে ওয়াশিংটনের টু সিস্টার জাপানিজ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি শুরু হয়। মারধরে ফুটপাথে ছিটকে পড়েন বছর একচল্লিশের বিবেক। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তারপরই মৃত্যু হয়। তবে কীকারণে দু পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল তা অবশ্য পুলিশ জানায়নি। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ফুটপাথে পড়ে থাকতে দেখে তাঁকে। তারপর দ্রুত বিবেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে বিবেকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে হত্যাকারীর খোঁজ চালানো হচ্ছে। তবে এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার খোঁজ দিতে পারলে পঁচিশ হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করেছে পুলিশ। মৃত তানেজা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে প্রযুক্তিগত সমস্যা ও সমাধানকারী সংস্থা ডায়নামোর সহ-প্রতিষ্ঠাতা। তিনি সংস্থার প্রেসিডেন্ট ছিলেন। সংস্থার কৌশলগত উন্নতির ব্যাপারে পুরোধা ছিলেন বলে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!