Facebook Live Murder: মহারাষ্ট্রে ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে গুলি করে খুন, আত্মঘাতী খুনিও

দি বেঙ্গলি নিউজরুম: শ্বাসরোধকারী ক্রাইম থ্রিলারকেও হার মানায়! ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে গুলি করে খুন করল হত্যাকারী। খুন করার পর সে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়। অভিষেক ঘোসালকার নামে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়েছিল হত্যাকারী। ঠাকরে গোষ্ঠীর নেতাকে গুলি করার পর নাটকীয়ভাবে পিস্তল নিজের দিকে তাক করে গুলি চালায় সে। ফেসবুক লাইভে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। গুলিতে দুজনেই মারা গিয়েছে। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে দহিসর এলাকার এমএইচবি কলোনি থানার অধীনে। মৃত অভিষেক শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রাক্তন কাউন্সিলর। হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে মউরিস নোরোনহা, যা মউরিস ভাই নামে পরিচিত, সেখানে। জানা গিয়েছে সম্প্রতি দুজনের মধ্যে মন কষাকষি মিটে গিয়ে সুসম্পর্ক গড়ে ওঠে। হত্যাকারীর অফিসে আসার জন্য উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে আমন্ত্রণ জানানো হয়। একটি অনুষ্ঠানের ফেসবুক লাইভ করার কথা জানানো হয়। তবে গুলি চালানোর কারণ বা উদ্দেশ্য জানা যায়নি। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী ও উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে জানান, তিনি খবর পেয়েছেন অভিষেক ঘোসলেকরের ওপর গুলি চালানো হয়েছে। কতদিন তাঁরা এ ধরণের ঘটনা সহ্য করবেন। এতে শুধু মহারাষ্ট্রের নামে কালিমালেপন হচ্ছে না, সাধারণ মানুষও আতঙ্কিত। এমন ঘটনার পর কোনও শিল্পই আর এ রাজ্যে আসতে চাইবে না। দিন কয়েক আগে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠীর নেতাকে থানার মধ্যে বিজেপি নেতার গুলি চালানোর ঘটনার পর এই ঘটনা ঘটল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!