Paytm Irregularities: পেটিএমে অনিয়ম, রিজার্ভ ব্যাঙ্কের নোটিসের পর ধস নামল শেয়ারে!
দি বেঙ্গলি নিউজরুম: প্রয়োজনীয় কাগজপত্র খুঁটিনাটি পরীক্ষা না করে পেটিএম ব্যাঙ্কের হাজার হাজার অ্যাকাউন্ট হওয়ায় সংস্থার ওপর কড়া নিয়ন্ত্রণ জারির সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল থাকা মানুষজন এমনটাই মনে করছেন। পেটিএমে কড়া নিয়ন্ত্রণে এটিই প্রধান বলে তাঁরা মনে করছেন। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কেওয়াইসিও ঠিকমতো করা হয়নি। আর তা না করেই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। তার ফলে বিশাল পরিমাণ টাকা নয়ছয়ের আশঙ্কা তৈরি করতে চলেছে পেটিএমে। এক হাজার ইউজারকে একই প্যানকার্ড তাঁদের অ্যাকাউন্টে ব্যবহার করতে দেখা গিয়েছে। ব্যাঙ্কের জমা দেওয়া ভেরিফিকেশনের সময় আরবিআই ও ব্যাঙ্কগুলির নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা কিছু অ্যাকাউন্ট অর্থ তছরূপে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
বিষয়টি ইডিকে জানিয়ে আরবিআই তাদের পর্যবেক্ষণের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর অফিসকে জানিয়েছে। পেটিএম ব্যাঙ্কের কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিললেই তদন্ত করবে ইডি। কোনও একটি গোষ্ঠীর মধ্যে বড় ধরণের লেনদেনের খবর জানানো হয়নি বলে সূত্রের খবর। যার ফলে উদ্বেগ বাড়ছে। পরিচালনার মান নিয়েও খামতি খুঁজে পেয়েছে আরবিআইয়ের স্ক্রুটিনি বিভাগ, বিশেষ করে পেটিএম এবং মূল সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন লিমিটেডের মধ্যে যোগাযোগেও সন্দেহজনক যোগাযোগ থাকার ইঙ্গিত পেয়েছে তারা। এদিকে আরবিআইয়ের নোটিসের পরেই পেটিএমের শেয়ার পড়ে গিয়েছে। তাতে দুদিনে ব্যাপক ধস নেমেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন