Bjp MLA Fired At ShiSena Leader: থানার ভেতরেই শিবসেনা নেতাকে গুলি বিজেপি বিধায়কের!
দি বেঙ্গলি নিউজরুম: রীতিমতো অঘটন! মহারাষ্ট্রে থানার ভেতরেই একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতাকে গুলি করলেন এক বিজেপি নেতা। জমি সংক্রান্ত ঘটনার জেরেই এই কাণ্ড বলে জানা গিয়েছে। ঘটনায় বিজেপি নেতা গণপত গায়কোয়ারকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিজেপি নেতা গণপত গায়কোয়ার কল্যাণের পূর্ব বিধানসভার বিধায়ক। মহারাষ্ট্রে জোট সরকারের শরিক বিজেপি নেতার এমন ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ডেপুটি পুলিশ কমিশনার সুধাকর পাথারে জানিয়েছেন একটি দিক থেকেই গুলি চালানো হয়েছে। দু পক্ষই একটি জমি সংক্রান্ত ঘটনায় উল্লাসনগরের হিল লাইন থানায় এসেছিল। থানায় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের সময় বিজেপি বিধায়ক গুলি চালান। গুলি চালানোর ঘটনায় শিবসেনা নেতা ও এক সমর্থক জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আটক বিজেপি বিধায়ক একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন শিবসেনা নেতার সমর্থকরা তাঁর এবং তাঁর ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করায় আত্মরক্ষা করতেই তিনি গুলি চালিয়েছেন। পুলিশ জানিয়েছে শিবসেনার নেতা মহেশ গায়কোয়ার এবং বিজেপি নেতা গণপত গায়কোয়ারের মধ্যে একটি জমি নিয়ে ঝামেলা চলছিল। দুজনে থানায় অভিযোগ জানাতে এসেছিলেন। আলোচনা চলার সময়েই বিজেপি বিধায়ক শিবসেনা নেতা ও তাঁর সমর্থকের ওপর গুলি চালান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন