Sandeshkhali-Supreme Court-: মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা উড়িয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
দি বেঙ্গলি নিউজরুম: সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। নিগৃহীতাদের তরফে আবেদনকারীর আর্জি খারিজের পরই আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন। বিচারপতি নাগারত্ন ও বিচারপতি জর্জ মাসিহকে নিয়ে গড়া বেঞ্চ সন্দেশখালির সঙ্গে মণিপুরের হিংসার ঘটনার তুলনা টানায় আপত্তি প্রকাশ করে। তারা জানান এর আগে স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট সন্দেশখালি নিয়ে মামলা গ্রহণ করায় বিষয়টি সেখানেই আবেদন করার যৌক্তিকতা রয়েছে। সেখানে তদন্তের মাধ্যমে নির্দেশ দিতে তারা পারবে। হাইকোর্ট নিজেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উদ্যোগ নিয়েছে।
সিট তদন্তের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা স্বীকার করে নির্যাতিতাদের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই হাইকোর্টের বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জবাবে হাইকোর্টের ওপর গোটা বিষয়টির বিচার করার জন্য আবেদন তুলে নেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট মণিপুর মডেলের প্রসঙ্গ টেনে বিভিন্ন রাজ্যের তিনজন অবসর প্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গড়ার প্রস্তাব দেয়। যে কমিটি সন্দেশখালি কাণ্ড নিয়ে অবাধ ও পক্ষপাতহীন তদন্তের ব্যাপারে উদ্যোগী হবে। নির্যাতিতাদের তরফে আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেন। ওই জনস্বার্থ মামলায় শুধু ক্ষতিপূরণই দাবি করা হয়নি, দোষী পুলিশ অফিসারদেরও শাস্তির আবেদন জানানো হয়েছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন