Poonam Pandey: আমি সার্ভিকাল ক্যানসারে মরিনি, মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে পোস্টের পরদিনই জানালেন সেক্স বম্ব পুনম পাণ্ডে!
দি বেঙ্গলি নিউজরুম: তিনি সার্ভিকাল ক্যানসারে মারা যাননি। দিব্যি বেঁচে আছেন। ইনস্টাগ্রামে তাঁর ম্যানেজার মৃত্যুর খবর পোস্ট করার চব্বিশ ঘণ্টার ঠিক এ কথা জানালেন মডেল, রিয়েলিটি শো-তারকা পুনম পাণ্ডে। বিতর্কিত রিয়েলিটি তারকা জানিয়েছেন, আমি বেঁচে আছি। আমি সার্ভিকাল ক্যানসারে মারা যাইনি। দুর্ভাগ্যবশত,তিনি সার্ভিকাল ক্যানসারে মৃত্যু হওয়া হাজার হাজার মহিলাদের সম্পর্কে একই কথা বলতে পারছি না। আরেকটা পোস্টে তিনি লিখেছেন, এই দুঃখের জন্য দুঃখিত এবং দুঃখ দেওয়ার জন্য সত্যিই দুঃখিত। আমার ইচ্ছে সার্ভিকাল ক্যানসার নিয়ে তেমন যথেষ্ট কথা হয় না বলে সবাইকে একটু নাড়িয়ে দেওয়া।
ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর পোস্ট করার পর বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। অনেকেই খবরে অবিশ্বাস, সন্দেহ প্রকাশ করেন কারণ তিন দিন আগে তিন দিন আগে তাঁকে সবাই গোয়ায় একটি অনুষ্ঠানে দেখেছেন। বত্রিশ বছরের রিয়েলিটি শো তারকা ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটে এক ভিডিও পোস্টে জানিয়েছিলেন ভারত যদি জেতে,তাহলে তিনি জামা কাপড় খুলে ঘুরে বেড়াবেন। তবে পরের বর আইপিএলে কলকাতায় তাঁর প্রিয় দল কলকাতা নাইটরাইটার্স জেতায় তা তিনি না করে নগ্ন ছবি পোস্ট করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁর অসংখ্য ফলোয়ার রিয়েলিটি শোয়ের তারকা নিয়ে মাতামাতি শুরু করেন। এরপর তাঁকে নগ্ন অবস্থায় প্রায়ই ভিডিওয় দেখা যায়। ২০২২ সালে কঙ্গনা রানাউতের পরিচালনায় রিয়েলিটি শো লক আপে ব্যাপক নজর কেড়েছিলেন পুনম। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন