CAA Implementation: আগামী মাসেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন? এবার কি দেশজুড়ে জ্বলবে অশান্তির আগুন?

দি বেঙ্গলি নিউজরুম: শিয়রে লোকসভা ভোট। তার আগেই তৃণমূল কংগ্রেস তথা বিরোধীদের বাধা উড়িয়ে আগামী মাসেই দেশে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব সংশোধন আইন। এমনই ইঙ্গিতে নতুন করে তৈরি হতে চলেছে সংঘাতের পরিস্থিতি। বছর চারেক আগে বিলটি পাস হয়েছিল। এবার আইন কার্যকর করার পথে ঝুঁকছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন এবং ড্রাই রান শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনে রয়েছে ১৯৭১ সালের পর থেকে পাকিস্তান,আফগানিস্তান,বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু,শিখ, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য এই আইন কার্যকর হবে। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করার সময় অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইন এখনই কার্যকর করা না হলে তা বাতিল হিসেবে পর্যবসিত হবে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত আইনটি কার্যকর করার সময়কাল বর্তমান লোকসভার মেয়াদ পর্যন্ত। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। গত লোকসভা ভোটে এবং একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনী অ্যাজেন্ডা ছিল সিএএ। এই আইনের ঘোরতর বিরোধিতা করেছিল শাসক তৃণমূল কংগ্রেস। গত বছরের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন এটি দেশের আইন হিসেবে স্বীকৃত, তাই কোনওভাবেই তা আটকানো যাবে না। অভিযোগ উঠেছিল সংখ্যাগুরুদের আবেগকে মূলধন করতেই কেন্দ্রের শাসকদল বিজেপি এ নিয়ে পদক্ষেপ নিচ্ছে। সূত্রের খবর সিএএ বা নাগরিকত্ব আইন প্রতিবেশি দেশগুলি থেকে আসা যেসব শরণার্থীর বৈধ কাগজপত্র নেই, তাদের এদেশে বাস করার ব্যাপারে সহায়ক হবে। দীর্ঘদিনের জন্য ভিসার আবেদনকারীদের বেশিরভাগই পাকিস্তানের বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দীর্ঘদিনের জন্য ভিসার আবেদন মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলিকে। গত দুবছর ধরে নটি রাজ্যের তিরিশজন জেলার ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্রসচিবকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ক্ষেত্র প্রস্তুত। একইসঙ্গে তৈরি সংঘাতের পরিস্থিতি। আইনটি নিয়ে সারাদেশ ধরেই চলে আসছে বিক্ষোভ-প্রতিবাদ। লোকসভা ভোটের আগে আইনটি কার্যকর হলে ফের সেই প্রতিবাদ-সংঘাতে গোটা দেশ অশান্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!