Farmers Protest: ড্রোন থেকে কাঁদানে গ্যাস, কৃষকদের দিল্লি অভিযান রুখতে পুলিশের মারমুখি পদক্ষেপ, কী বললেন মমতা
দি বেঙ্গলি নিউজরুম: দিল্লি চলো।
পঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু বর্ডার পয়েন্টে টিয়ারগ্যাস,জলকামান ছুড়ে আগুয়ান কৃষকদের আটকাতে মরিয়া চেষ্টা প্রশাসনের। যার জবাবে পাথর ছুড়ে পুলিশকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তুললেন দিল্লি চলো অভিযানকারী কৃষকরা। টিয়ার গ্যাসের ধোঁয়ায় চতুর্দিক ঢেকে গিয়েছে আর তার মধ্যেই ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন প্রতিবাদী কৃষকরা। মোটামুটি এমনই অশান্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চলল কৃষকদের দিল্লি চলো অভিযান। এদিন সকালে প্রায় দুশোটি কৃষক ইউনিয়ন ও হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের লাখ খানেক কৃষক অভিযান শুরু করেন দিল্লির দিকে। যে ঘটনা ২০২১ সালের প্রতিবাদের স্মৃতি ফিরিয়ে এনেছে। ওই প্রতিবাদে কয়েক ডজন কৃষকের মৃত্যু হয়েছিল এবং শহর বিচ্ছিন্ন ছিল মাসের পর মাস।
ভিডিওয় দেখা গিয়েছে প্রচণ্ড ধোঁয়ায় কোনওকিছুই দেখা একরকম অসম্ভব হয়ে রয়েছে এবং শয়ে শয়ে কৃষক ও তাঁদের সমর্থকরা, সেইসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা টিয়ার গ্যাস ফাটার শব্দে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। দুপুরে দিল্লির দিকে রওনা দেওয়ার পরেই কৃষকদের প্রতিবাদ অভিযান আটকাতে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তারপরই অশান্ত হয়ে ওঠে চারপাশ। কোনওরকম প্ররোচনা ছাড়াই আনুমানিক ডজন দুয়েক শেল ফাটানো হয় বলে অভিযোগ।
রাজধানী দিল্লি থেকে দুশো কিলোমিটার দূরে শম্ভু বর্ডারে তোলা ভিডিওয় দেখা যায় অসংখ্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা অভিযানকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে ড্রোন থেকে স্মোক বম্ব নিক্ষেপ করছে। ভিডিওয় দেখা গিয়েছে মুখে স্কার্ফ পরা কৃষকরা সিমেন্টের প্রাচীর থেকে টপকে ধাতব ব্যারিকেড ঠেলছেন। টিয়ার গ্যাসের ধোঁয়ায় সবুজ মাঠ ভরে গিয়েছে। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে কৃষকরা পুলিশদের লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন। পঞ্জাব কিষান মজদুর সংঘ জানিয়েছে শম্ভু পয়েন্টে আনুমানিক দশ হাজার কৃষক জমায়েত হয়েছিলেন। সঙ্ঘের সাধারণ সম্পাদক সরওয়ান সিং পানধের জানান, কৃষকরা শান্তিপূর্ণভাবেই অভিযান করছিলেন। কিন্তু তাঁদের আটকাতে ড্রোন থেকে টিয়ারগ্যাস ছোড়া হয়। যতক্ষণ না সরকার তাঁদের দাবি না মানবে,ততদিন প্রতিবাদ-বিক্ষোভ চলবে। সিমেন্টের প্রাচীর তুলে ফেলার জন্য বেশ কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ। এদিকে অভিযানকারী কৃষকদের ওপর ড্রোন থেকে টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে বিঁধে বলেন, এটাই বিজেপির বিকশিত ভারতের নমুনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন