Joe Biden On Indian Students: আমেরিকায় পরপর ভারতীয় ছাত্রের মৃত্যু, পদক্ষেপ নিচ্ছেন জো বাইডেন

দি বেঙ্গলি নিউজরুম: ভারতীয়-মার্কিন ছাত্রদের ওপর হামলা রুখতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যে ভাবেই হোক হামলা রুখবেন তিনি। হোয়াইট হাউস এমনই বার্তা দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন জায়গায় একের পর এক ভারতীয় ও ভারতীয়-মার্কিন ছাত্রদের ওপর হামলা. খুনের ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে। সেই উদ্বেগের রেশ থাকতে থাকতেই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পর্ষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কার্বি এই ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, হিংসার কোনও জায়গা নেই এ দেশে। জাতিবর্ণ বা লিঙ্গ,ধর্ম বা অন্য যেকোনও বিষয়ে হিংসাকে জায়গা দেওয়া হবে না। আমেরিকায় এসব কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রেসিডেন্ট বাইডেন ও প্রশাসন এই ধরণের হামলা যাতে আগামীদিনে আর না হয়, সেজন্য কঠোর পরিশ্রম করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এর মোকাবিলা করা হবে। সাম্প্রতিক সময়ে লিথোনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে আংশিক সময়ের জন্য কর্মরত এক ছাত্র বিবেক সাইনি মাদকাসক্তের হামলায় প্রাণ হারান। এমাসে ইন্ডিয়ানা ওয়েসেলিয়ান বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র সঈদ মজাহির আলির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গত কয়েক সপ্তাহে চারজন ভারতীয়-মার্কিন ছাত্রের খুনের পর আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারই প্রেক্ষিতে হোয়াইট হাউস এই বিবৃতি দিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!