Valentine Week: প্রেমের জোয়ার, ভ্যালেন্টাইন সপ্তাহে প্রতি মিনিটে ২৫১টা গোলাপের অর্ডার!
দি বেঙ্গল নিউজরুম: ফেব্রুয়ারির সাত তারিখে শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। প্রেমিক তাদের প্রেমাস্পদকে প্রিয় গোলাপ উপহার দিয়ে তাদের ভালোবাসার বার্তা জানিয়ে থাকে। ভালোবাসার প্রতীক গোলাপ দিয়ে প্রেম জানাতে বিক্রি বেড়েছে হু হু করে। এবছর রোজ ডে কীভাবে প্রেমিক- প্রেমিকারা পালন করছেন, তার একটা হিসেবে দিয়েছে সুইগি ইন্সটামার্ট। তারা জানিয়েছে গোলাপেরা এখন তাক থেকে উড়ে উড়ে বেড়াচ্ছে। প্রেমের ফুলের প্রচণ্ড চাহিদার ইঙ্গিত দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপের আকাশছোঁয়া বিক্রির কথা জানিয়েছে সুইগি ইনস্টামার্ট। বুধবার এক্সে সুইগির ফুট মার্কেট প্লেসের সিইও রোহিত কাপুর জানিয়েছেন তাদের ডেলিভারি অ্যাপে পর্যাপ্ত গোলাপ মজুত রাখা হয়েছে,যাতে কখনও কোনও গ্রাহক গোলাপ থেকে বঞ্চিত না হন।
সিইও জানান ২০২৩ সাল থেকে ভালোবাসার এমন মরশুমের গোলাপের চাহিদার কথা মাথায় রেখে এবার টাটকা গোলাপ মজুত করা হয়েছে ১৫ পনেরো লক্ষ। প্রেমের বিশেষদিনে কত গোলাপ বিক্রির অর্ডার ক্রেতারা দিয়ে থাকেন, সেসম্পর্কে সুইগি ইনস্টামার্ট জানিয়েছে দেশ জুড়ে প্রতিমিনিটে ২৫১টি গোলাপের অর্ডার দিয়েছেন প্রিয় গোলাপের। এক্সে বিকেলের পোস্টে সে কথা জানিয়েছে সুইগি ইনস্টামার্ট। মজার ব্যাপার, গুরুগ্রামের একজন একাই সাতচল্লিশটি গোলাপের অর্ডার দিয়েছেন, যা জেনে নেটিজেনরা বেজায় হাসিতে ফেটে পড়েছেন। প্রতিক্রিয়ায় তাঁরা মজা করে লিখেছেন গুরুগ্রামের ওই ব্যক্তি কতজনকে গোলাপ উপহার দিতে চান। অর্থাৎ একটু খোলশা করে বলতে গেলে বলতে হয় তাঁর কতজন প্রেমাস্পদ রয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন