Pollution In Ganges: গঙ্গায় আর স্নান করা যাবে না, রাজ্যকে কড়া হুঁশিয়ারি জাতীয় পরিবেশ আদালতের

দি বেঙ্গলি নিউজরুম: প্রতিদিন হু হু করে জলে এসে মিশছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। কোনওরকম নিকাশি বা শোধনের ব্যবস্থা হচ্ছে না। তাই এবার থেকে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য অর্জনে ভ্রুকুটি হানল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তারা রীতিমতো হুঁশিয়ার দিয়ে জানিয়েছে স্বাস্থ্যের নিরাপত্তার কারণে আর কোনওভাবে গঙ্গায় স্নান করা যাবে না। গঙ্গা জুড়ে মিলেছে ব্যাপক পরিমাণে ফাসেল কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব। তাই তারা সাফ জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই গঙ্গার জল নির্ভরযোগ্য নয়। পরিবেশ সুরক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় বডি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের পর্যবেক্ষণ অনুযায়ী প্রতিদিন কোনওরকম শোধন ছাড়াই ২৫৮.৬৭ লক্ষ লিটার জল সরাসরি গঙ্গায় প্রবাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। গ্রিন বেঞ্চের এমন সতর্কবাণী সামনে এসেছে বিভিন্ন রাজ্য দিয়ে বয়ে চলা গঙ্গা নদী জুড়ে দূষণ প্রতিরোধ ও হ্রাস নিয়ে শুনানি চলাকালীন। এর আগে গঙ্গার দূষণ নিয়ে রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার সময় বিষয়টি সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্ট দেখার পর গভীর উদ্বেগ জানিয়েছেন ন্যাশনাল গ্রিন বেঞ্চের চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ওই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ,নদিয়া, মালদা,হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা। জমা দেওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবের ফলে গঙ্গার জলে বিষ এসে মিশছে। এমনকী শিউরে ওঠা ঘটনা হল পূর্ব মেদিনীপুরে একটিও নিকাশি বা জল শোধন সংক্রান্ত প্রকল্প নেই। এনজিটি রাজ্য সরকারকে সতর্ক করে জানিয়েছে নিকাশি ব্যবস্থায় পর্যাপ্ত উন্নতি করতে না পারলে মোটা রকমের জরিমানা ধার্য করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!