Vande Bharat Incident: বন্দে ভারতের খাবারে মরা আরশোলা, ক্ষমা চাইল রেল

দি বেঙ্গলি নিউজরুম: খাবারের অর্ডার দিয়েছিলেন যাত্রী। খাবার আসতে তা খেতে গিয়ে যা দেখলেন তা দেখে শিউরে উঠলেন তিনি। দেখলেন খাবারে রয়েছে মরা আরশোলা! যা দেখে শিউরে ওঠার পাশে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেসে। এরপর জবলপুর স্টেশনে নেমে তিনি অভিযোগ জানান ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কাছে। তিনদিন পর ঘটনাটির কথা এক্সে লিখে বন্দে ভারতের খাবার নিয়ে লেখেন তিনি। তার জবাবে ওই যাত্রীর কাছে দুঃখপ্রকাশ করে রেল। এক্সে মরা আরশোলাসুদ্ধ খাবারের ছবি শেয়ার করে শুভেন্দু কেশরী নামে ওই যাত্রী লিখেছেন, আমি পয়লা ফেব্রুয়ারি বন্ধে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলাম। আমাকে যে খাবারের প্যাকেটটা দেওয়া হয় তাতে দেখি একটি মরা আরশোলা রয়েছে। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এরপর জবলপুরে ছবি-সহ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েকে অভিযোগ জানাই। সাক্ষী হিসেবে আমি সহযাত্রী রাজেশ শ্রীবাস্তবেরও নাম জানাই। ছবিতে স্পষ্ট দেখা যায় যে নিরামিষ থালির অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে মরা আরশোলা রয়েছে। অভিযোগ জানানোর পর সেটি ভাইরাল হওয়ার পর আইআরসিটিসি জবাবে জানায় ওই যাত্রীর কাছে তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে। বিষয়টি গুরুতর বিবেচনা করে খাবার সরবরাহকারীকে মোটা অঙ্কের জরিমানা ধার্য করেছে রেল। পাশাপাশি নজরদারিও জোরালো করা হয়েছে। তেসরা ফেব্রুয়ারি এক্সে সেটি শেয়ার করার পর একচল্লিশ হাজার চারশোটি ভিউ হয়েছে। ভিউয়ের সংখ্যা বেড়ে চলেছে। পোস্টটিতে কয়েকহাজার লাইকও হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!