Smriti Irani Slams Mamata: সন্দেশখালিতে হিন্দু বিবাহিতা মহিলাদের ওপর যৌন নির্যাতন, চুপ থাকবে না কেন্দ্র, জানিয়ে দিলেন স্মৃতি ইরানি
দি বেঙ্গলি নিউজরুম: সন্দেশখালি কাণ্ডে কেন্দ্রীয় সরকার নীরব দর্শক থাকবে না। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। শাসক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা মহিলাদের অভিযোগ তুলে ধরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ওখানে তরুণী হিন্দু মহিলারা তৃণমূল কংগ্রেসের গুণ্ডাদের নিশানা হচ্ছেন। বেশকিছুদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠলেও এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তার বিপুল বৈভব নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে সেখানে মহিলাদের অভিযোগের পর গোটা রাজ্য জুড়েই তোলপাড় শুরু হয়েছে। তাদের অভিযোগ সন্দেশখালির এক তৃণমূল নেতা মহিলাদের ওপর যৌন নির্যাতন করে চলেছে। অন্যদিকে বিঘের পর বিঘে জমি আত্মসাৎ করা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান এখন অধরা থাকায় প্রশ্নের মুখে রাজ্য সরকার। জমি আত্মসাতের পাশাপাশি পিডিএস কেলেঙ্কারির ঘটনায় তাকে খুঁজে বেড়াচ্ছে ইডি। সবমিলিয়ে সরগরম সন্দেশখালি।
এদিনই সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাঁটছাট করে তড়িঘড়ি সেখানে যান। সন্দেশখালিতে দাঁড়িয়ে তিনি বলেন, তিনি তাঁর সর্বশক্তি দিয়ে এর সুরাহা করবেন। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতা-বিধায়করা সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখোমুখি হন। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ, বিবাহিতা হিন্দু মহিলাদের ইচ্ছে করেই নিশানা করা হচ্ছে। সুর চড়িয়ে ইরানি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাঁর কর্মীদের বিবাহিতা হিন্দু মহিলাদের রাতের পর রাত তৃণমূল কংগ্রেসের অফিসে এনে ধর্ষণ করতে মদত দিচ্ছেন। এটা শুধু কথার কথা নয়। তাঁর সাফ কথা, নাগরিক হিসেবে তাঁরা কোনওভাবেই নীরব দর্শক হতে পারবেন না। দিন কয়েক আগে সন্দেশখালিতে মহিলারা লাঠি ও ঝাঁটা হাতে পথে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ শেখ শাহজাহান ও তাঁর দলবল জোর করে জমি দখল করেছে এবং তাঁদের ওপর যৌন নির্যাতন চালিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ( দি বেঙ্গলি নিউজরুম অবশ্য ভিডিও-র সত্যতা যাচাই করেনি।) একটি ভিডিওয় দেখা গিয়েছে তাঁদের জোরজবরদস্তি করে টানতে টানতে তৃণমূল কংগ্রেস অফিসে নিয়ে যৌন নির্যাতন করা হয়েছে। প্রতিবাদকারিণী মহিলারা শেখ শাহজাহানের গ্রেফতার দাবি করেছেন। গত মাসে রেশন কার্ড দুর্নীতির ঘটনায় তার বাড়িতে হানা দেয় ইডি। ইডির আধিকারিকদের ওপর হামলা চালায় একদল জনতা। কেন্দ্রীয়মন্ত্রী জানান ইডি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে সন্দেশখালিতে তাদের তিন আধিকারিক ইট ছোড়ার ফলে জখম হয়েছেন। তবে রাজ্যপালের সফরকে স্বাগত জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিংসায় জড়িতদের পুলিশ গ্রেফতার করেছে। তিনি জানান, রাজ্য মহিলা কমিশনের সদস্যরা সন্দেশখালি গিয়েছেন এবং সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলেছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন