Shut Down Of gmail? আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল? এনিয়ে গুগল কি বলছে?
দি বেঙ্গলি নিউজরুম: এ মাসের আগস্ট মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল। স্যোশাল মিডিয়ায় এনিয়ে লেখালেখির পর এ নিয়ে আসরে নামল গুগল। শুক্রবার তারা জানিয়েছে জনপ্রিয় ইমেল পরিষেবা জি মেল কোনওভাবে বন্ধ হচ্ছে না। গুগল থেকে জি মেল ব্যবহারকারীদের পাঠানো ইমেলের স্ক্রিন শটে দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে এ বছরের পয়লা আগস্ট থেকে গুগল জি মেল বন্ধ করে দিচ্ছে। ইমেলে এও দাবি করা হয়েছে আগস্ট মাস থেকে জি মেল আর ইমেল পাঠানো বা গ্রহণ করা এবং ইমেল মজুত করে রাখার ব্যাপারে কাজ করবে না। ইউজারদের পাঠানো ইমেলে লেখা হয়েছে বিশ্বজুড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ যোগাযোগ করে এসেছে জি মেল, এবার সেই মেল ২০২৪ সালে পয়লা আগস্ট থেকে পরিষেবায় ইতি ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।
স্ক্রিন শটটি এক্সে (পূর্বতন টুইটার),টিকটকে কয়েক হাজারবার শেয়ার করা হয়। তাতে দাবি করা হয় এআই টুল জেমিনির জন্য গুগলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এআইয়ের ইমেজ টুলে বর্ণ বিদ্বেষের ইন্ধন জোগানো নাৎসি সেনার ছবি দেওয়ার পরই বিতর্ক শুরু হয়। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই স্ক্রিন শটে পাঠানো ইমেলে। এ নিয়ে জল্পনার মধ্যেই গুগল সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে জানায়, জি মেল ছিল, আছে, থাকবে। এক্সে গুগুলের পোস্ট দেখার জন্য ইউজারদের অনুরোধ জানানো হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়াকে একহাত নিয়ে গুজবে রাশ টানার কথা বলে। তাঁরা জানান গুগল শুধু জি মেলের এইচটিএমএল বন্ধ করে দিচ্ছে। পুরো জি মেল বন্ধ করা হচ্ছে না। জানুয়ারির এক তারিখ থেকে এইচটিএমএলের ভার্সান করা হচ্ছে। জি মেল এতদিন ধরে চলে আসছে, তেমনই চলবে। এতে কোনও কিন্তু নেই। এ নিয়ে জল্পনার পুরোটাই ভুয়ো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন