Bird Flue: অন্ধ্রের নেল্লোরে বার্ড ফ্লুয়ের প্রকোপ, জারি করা হল সতর্কতা

দি বেঙ্গলি নিউজরুম: অন্ধ্রপ্রদেশের নেল্লোরে বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার দুটি গ্রামে গত কয়েকদিনে বেশ কিছু মুর্গির মৃত্যুর পর বার্ড ফ্লুয়ের সংক্রমণের স্বীকার করেছে প্রশাসন। মৃত মুর্গির নমুনা পাঠানো হয়েছিল ভোপালের গবেষণাগারে, সেখানে পরীক্ষা করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। জেলা শাসক হরিনারায়ণ পশুপালন বিভাগের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে বার্ড ফ্লু যাতে না ছড়ায় সে ব্যাপারে সমস্ত ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যেখানে মুর্গিগুলির মৃত্যু হয়েছিল, সেই পোডালাকুর মণ্ডলের চাতাগুটলা এবং কোভুর মণ্ডলের গুমাল্লাডিব্বারের এক এক কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত মুর্গির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কর্তাদের সমস্ত মৃত মুর্গির দেহ পোড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়ানোর জন্য গ্রামসভা করারও কথা জানিয়েছেন জেলাশাসক। তবে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাবধানতামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক। সাধারণ মানুষকে পোল্ট্রির সংস্পর্শে না আসা ও জ্বরের লক্ষণ, গলা ব্যথা দেখা দিলে তৎক্ষণাৎ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!