Sonia Congress Candidate: তেলঙ্গানা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন সোনিয়া গান্ধী? কি বলছে কংগ্রেস

উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা ও রাজ্যের রাজস্বমন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডিকে সঙ্গে নিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সোনিয়াকে জানান তাঁরা ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি পূরণ করা হচ্ছে। ভোটের আগে যে ছটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত এবং গরিবদের জন্য দশ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ইতিমধ্যেই চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানিয়েছেন রাজ্যবাসীকে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার ও ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তেলঙ্গনা সরকার জাত গণনার সিদ্ধান্তও নিয়েছে। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন রাঁচিতে মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। রাহুলকে তিনি জানিয়ে দিয়েছিলেন ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে। সোনিয়া যাতে তেলঙ্গনা থেকে লোকসভা ভোটে দাঁড়ান, তা দেখার জন্য রাহুলকে অনুরোধ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!