Electoral Bond: ২২-২৩ অর্থবর্ষে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির সংগ্রহ ১৩০০ কোটি টাকা
দি বেঙ্গলি নিউজরুম: ২০২২-২০২৩ আর্থিক বর্ষে ইলেকট্রোরাল বণ্ডের মাধ্যমে বিজেপির তহবিলে জমা পড়েছে তেরো শ কোটি টাকা, যা ওই একই আর্থিক বর্ষে কংগ্রেসের সংগ্রহের তুলনায় সাতগুণ। ২২-২৩ সালের আর্থিক বর্ষে বিজেপির মোট সংগ্রহের অঙ্ক ২১২০ কোটি,যার মধ্যে ৬১ শতাংশ সংগ্রহ হয়েছে ইলেকটোরাল বণ্ডের মাধ্যমে বলে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিটেড রিপোর্ট থেকে জানা গিয়েছে। ২০২১-২০২২ সালে দলের মোট সংগ্রহের অঙ্ক ছিল ১৭৭৫ কোটি টাকা। ওই দুবছরে বিজেপির মোট সংগ্রহের অঙ্ক ছিল ২৩৬০ কোটি ৮০ লক্ষ টাকা। ২০২২-২০২৩ সালে গেরুয়া দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সংগ্রহ করেছিল ১৩০০ কোটি টাকা। ওই একই সময়ে কংগ্রেসের সংগ্রহের সাত গুণ বলে জানা গিয়েছে। ২০২১-২০২২ সালের আর্থিক বর্ষের তুলনায় কংগ্রেসের সংগ্রহের অঙ্ক কমে গিয়ে ২৩৬ কোটি টাকা থেকে ১৭১ কোটি টাকায় নেমে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেস স্বীকৃত রাজনৈতিক দল। অন্যদিকে স্বীকৃত রাজ্যস্তরের দল সমাজবাদী পার্টি ২০২১-২০২২ সালের আর্থিক বর্ষে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছে তিন কোটি কুড়ি লক্ষ টাকা। ২০২২-২৩ সালে তারা ইলেকটোরাল বন্ড থেকে কোনও টাকা পায়নি। আরেকটি স্বীকৃত আঞ্চলিক দল টিডিপি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছিল ৩৪ কোটি টাকা। ২০২২-২০২৩ সালে তাদের সংগ্রহ আগে বারের আর্থিক বর্ষে সংগ্রহ দশগুণ বেড়ে গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন