Mosquito Tornedo: আকাশে কোটি কোটি মশার ঝাঁক, মশার ভয়ঙ্কর টর্নেডোয় দিশেহারা পুণের মানুষ!
দি বেঙ্গলি নিউজরুম: ঝাঁকে ঝাঁকে মশার টর্নেডো!
নদীর ওপরে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশার ঝাঁক। নদীর ওপর থেকে তারা উঠে আসছে। উড়ে চলেছে আকাশে। পুণের মুথা নদীর ওপরে এমন অস্বাভাবিক দৃশ্য ভিডিও বন্দি করা হয়েছে। মুণ্ডাওয়াধা, কেশবনগর,খারাডি এলাকায় আকাশে আচমকা লক্ষ লক্ষ মশার ঝাঁক ঘিরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মশার ঝাঁক গোটা আকাশের দখল নিয়েছে। এমন অদ্ভুতুরে ঘটনায় আতঙ্কে দিশেহারা শহরের মানুষ। তাঁদের অভিযোগ মশাদের অভাবনীয় উৎপাতে তাঁরা ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন। মশাদের তাণ্ডবে যাঁরা বিলাসবহুল বহুতলের বাসিন্দা তাঁরা ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। কোনওভাবেই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এমনকী বারান্দার জানালা-দরজা খোলা কোনওভাবেই সম্ভব হচ্ছে না। বাগান, পার্কেও ছেলেমেয়েরা বেরোতে পারছে না।
অনেক বাসিন্দা তাঁদের উদ্বেগের কথা জানাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। পুর নিগম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন মশার এমন বাড়বাড়ন্তে একাধিক রোগের আশঙ্কা তৈরি হয়েছে। এরফলে ম্যালেরিয়া, ডেঙ্গি, এমনকী চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ভয়ে রয়েছেন তাঁরা। মশাদের এহেন বাড়ন্তের পেছনে খারাডিতে মুলা-মুথা নদীর জলস্তর বৃদ্ধির দিকেই অনেকে আঙুল তুলেছেন। যদিও দিন দুয়েক আগে পুণে মিউনিসিপাল কর্পোরেশন অতিরিক্ত নদীর জল কমানোর উদ্যোগ নিয়েছে। তবে তাতে কোনও সুরাহা মেলেনি। বিশেষ করে নদীর পারে মশাদের ভয়ঙ্কর উৎপাত দিনদিন বেড়ে চলেছে। পারের আশেপাশে অফিস, বহুতল বাড়ি, স্কুল,খেলার মাঠ, বৃদ্ধাবাস,শ্মশান থেকে শুরু করে সর্বত্রই দেখা দিয়েছে ঝাঁকে ঝাঁকে মশাদের ভয় ধরানো উপদ্রব। রেহাই পায়নি আশপাশের গ্রামগুলিও। বাড়তি হিসেবে নদীতে ছোট একটি বাঁধও রয়েছে। রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্রকল্পের কারণে জল প্রবাহের গতিও শ্লথ হয়ে পড়েছে। ফলে জমতে শুরু করেছে জল, যা মশাদের বাড়বাড়ন্তের ব্যাপারে আদর্শ। মশাদের এমন টর্নেডো এর আগে আমেরিকা,রাশিয়ায় বৃষ্টির সময়ে হয়েছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন